Ei To Amar Desh Song Lyrics

Ei To Amar Desh Lyrics

Song: Ei Toh Amar Desh
Film: Tangra Blues
Vocals: Surajeet Mukherjee (Koushik)
Music: Nabarun Bose
Lyrics: Pranjal
Starring: Parambrata, Madhumita

Ei To Amar Desh song is from the movie Tangra Blues. This song has been sung by Surajeet. Music composed by Nabarun Bose. Music inspired by Sanjay Mandal Group. Lyrics written by Pranjal. Ei To Amar Desh Song Lyrics. Ei Toh Amar Desh Lyrics. Ei To Amar Desh Lyrics From Tangra Blues. Parambrata & Madhumita played the lead characters of Tangra Blues.

এই তো আমার দেশ গানটি হলো "ট্যাংরা ব্লুজ" সিনেমার গান। গানটি গেয়েছেন সুরজিৎ। গানটির সুরকার হলেন নবারুণ বসু। গানটির কথা লিখেছেন প্রাঞ্জল। এই তো আমার দেশ গানের লিরিক্স।

Ei To Amar Desh Lyrics in Bengali:


কোথা থেকে এসেছি
কোথায় যে যাবো?
কোন জলে ভেসেছি
কবে ডুবে যাবো?
কবে যে শুরু হলো
কবে হবে শেষ
কিছুই আমার না
ঘর বাড়ি দেশ

আমাদের ছোট নালা চলে আঁকেবাঁকে
নালার পাশে সব্বোনেশে পদ্ম ফোটে পাঁকে
পদ্ম ফোটে পাঁকে আর পদ্য ফোটে খাতায়
বাজ পড়েছে বৃষ্টি ছাড়া আমার মোটা মাথায়
এই তো আমার দেশ মুখটা খুললেই শেষ
এই তো আমার দেশ লড়তে লড়তে শেষ (×২)

নমস্কার!
কেউ রাখেনা খবর কোনো
কেউ রাখেনা খোঁজ
লড়তে লড়তে মরতে মরতে বেঁচে থাকা রোজ
রাত্তিরবেলা শব্দ তুলি, ময়লা তুলি দিনে
আমাদের এই জীবন কাটে রিসাইকেল বিনে
আহা রিসাইকেল বিনে
জীবন কাটে রিসাইকেল বিনে
মালকড়ি নেই সিন্দুকে
ভাত ছিল না পেটে
দানা ভরা বন্দুকেতে জীবন গেছে ঘেঁটে
কে যে আপন চৌকি চাপন বুঝি বড় লেটে
কোথায় গেছে জানা নেই, তবু যাচ্ছি হেঁটে
তবুও যাচ্ছি হেঁটে
রাস্তা জানা নেই, তবুও যাচ্ছি হেঁটে
এই তো আমার দেশ মুখটা খুললেই শেষ
এই তো আমার দেশ লড়তে লড়তে শেষ (×২)

নমস্কার!
কোথা থেকে এসেছি
কোথায় যে যাবো?
কিছুই পাইনি আমি
আর কিইবা হারাবো (×২)
বলো কোথায় যে শুরু হলো
কোথায় যে শেষ
বুঝতে হলে বলছি পাগলা, আমার সঙ্গে মেশ
বুঝতে গিয়ে দেখবি বাবা, কী জন্ডিস কেস
কেস সালটে জিতবো একদিন লম্বা একটা রেস
এটাই আমার দেশ
যার নেই শুরু, নেই শেষ
এই তো আমার দেশ মুখটা খুললেই শেষ
এই তো আমার দেশ লড়তে লড়তে শেষ (×২)

Ei To Amar Desh Lyrics English Translation:


Kotha theke esechi
Kothay je jabo
Kon jole vesechi
Kobe dube jabo
Kobe je shuru holo
Kobe hobe shesh
Kichui amar na
Ghawr barir desh

Amader choto nala chole anka banka
Nalar pashe sobboneshe poddmo fote panke
Poddmo fote panke aar poddo fote khatay
Baaj porche brishti chara amar mota mathay
Ei to amar desh mukhta khullei shesh
Ei to amar desh lorte lorte shesh
326404665953066090

TRENDING NOW

326404665953066090