Jabe Ki Amar Sathe Song Lyrics

Jabe Ki Amar Sathe Lyrics

Song: Jabe Ki Amar Sathe
Singer: Rishi Panda
Music, Lyrics, Illustration: Rishi Panda

Jabe Ki Amar Sathe song has been sung, composed & written by Rishi Panda. Jabe Ki Amar Sathe Song Lyrics. Jabe Ki Amar Sathe Lyrics By Rishi Panda. Jabe Ki Amar Sathe Lyrics Bangla.

যাবে কি আমার সাথে গানটি হল ঋষি পান্ডার গাওয়া। উনি নিজেই গানটির সুর তৈরী করেছেন এবং গানের কথা লিখেছেন। যাবে কি আমার সাথে গানের লিরিক্স।

Jabe Ki Amar Sathe Lyrics in Bengali:


যাবে কি আমার সাথে
যেখানে পথ পড়ে একা
দুপুরের রোদে চেনা গল্প গুলোতে
জুড়ত আরেক খানি পাতা

যাবে কি আমার সাথে
হত সে পুরনো কথা
হারিয়ে যাওয়া যে, সে পাখির আওয়াজে
উড়ে যেত হাতে ধরা ছাতা

তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ, সবই থেকে গেল যে গোপনে
হল না শেষবার সাথে যাওয়া
ধরে এ বাড়ানো হাত, কথা ছিল হারাব দু'জনে

বলছি কত কী তোমায় ইশারায়
বুঝেছিলে কি আমার ইচ্ছেটাই
দূর দেশে যাওয়ার
তোমায় পাশে পাওয়ার

হবো কি আবার একসাথে?
আবার হবে কি দেখা?
আঁকড়ে ধরে রেখে আজ একে একে
ধুয়ে যায় যা কিছু ছিল লেখা

যাবে কি আমার সাথে
যেখানে পথ পড়ে একা
দুপুরের রোদে চেনা গল্প গুলোতে
জুড়ত আরেক খানি পাতা

তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ, সবই থেকে গেল যে গোপনে
হল না শেষবার সাথে যাওয়া
ধরে এ বাড়ানো হাত, কথা ছিল হারাব দু'জনে

যাবে কি আমার সাথে লিরিক্স:


Jabe ki amar sathe
Jekhane poth pore eka
Dupurer roude chena golpo gulote
Jurto arek khani paata

Jabe ki amar sathe
Hoto sey purono kotha
Hariye jaowa je, se pakhir awaze
Urey jeto haate dhora chhata
326404665953066090

TRENDING NOW

326404665953066090