Poem: Sei Taake (সেই তাকে)
Writer: Shankha Ghosh
Sei Taake poem was written by Shankha Ghosh. This poem is written in Bengali fonts. Sei Taake often spelled as Sei Takey or Sei Take.
অন্ধকারে দুই চক্ষু জ্বেলে
যে চলেছে, যাকে তারা নাম দেয় অবিমৃষ্য ছেলে,
ভবিষ্য পাথেয় ভেবে দৃঢ় করে বাঁধেনি যে ঘর,
চোখে যার মুখে যার যার দুটি আনন্দিত হাতে
নাচনে মাতাল হয় দুর্বিনীত ঝড়-
পথে পথে উল্লাস অথই বাঁধে যাকে, যাকে গাঁথে
সন্ধ্যা তার পুঞ্জীভূত রক্তিম ফেনায় সন্ধ্যাকাশে-
সেই তাকে নিত্য খুঁজি কিন্তু কই নিত্য আসে না সে।
কিংবা সেই মেয়ে
চক্রান্তে আতপ্তভিত্তি সংসারের চোখে চোখ চেয়ে
ভোলেনি যে দগ্ধ প্রেম, ছেঁড়েনি যে প্রাণে প্রাণে মিল,
ব্যবহারে তুচ্ছ তবু প্রাত্যহিক বিকেলে নিখিল
যার তপ্ত হাতে প্রাণ পায়, নামে পিপাসার্ত ভিতে-
আবিষ্ট দুচোখে যার উচ্ছ্বসিত কথা ফেরে স্বপ্ন দিতে নিতে
নিজেরই সঞ্চয় থেকে সন্ধ্যা যাকে, স্নেহ ঢালে ক্লান্তিহীন অনন্ত অভ্যাসে-
সেই তাকে নিত্য খুঁজি কিন্তু কই নিত্য আসে না সে।