Batase Gungun Lyrics (বাতাসে গুনগুন) Chirodini Tumi Je Amar | June Banerjee
Song: Batase Gungun
Film: Chirodini Tumi Je Amar
Singers: June Banerjee, Jeet Gannguli
Music Composer: Jeet Gannguli
Lyricist: Gautam Sushmit
Starring: Rahul, Priyanka
Music Label: SVF Music
Batase Gun Gun song is from the movie Chirodini Tumi Je Amar. This song was sung by June Banerjee & Jeet Gannguli. Music composed by Jeet Gannguli. Lyrics written by Gautam Sushmit. Batase Gun Gun Song Lyrics. Batashe gungun lyrics. Batashey gungun lyrics. Batase gungun lyrics. Batase Gun Gun Lyrics From Chirodini Tumi Je Amar. Batase Gungun lyrics.
বাতাসে গুনগুন গানটি হল চিরদিনই তুমি যে আমার সিনেমার গান। গানটি গেয়েছেন জুন ব্যানার্জি এবং জিৎ গাঙ্গুলী। গানটির সুরকার হলেন জিৎ গাঙ্গুলী। গানটির কথা লিখেছেন গৌতম সুস্মিত। বাতাসে গুনগুন লিরিক্স।
বাতাসে গুনগুন,
এসেছে ফাগুন
বুঝিনি তোমার,
শুধু ছোঁয়ায় এত যে আগুন
ও এলোমেলো হয়ে যায় মন
কেন আজ বুঝিনা
দাবানল যেন ছড়ালো
পার করে সীমানা
শ্বাপদের মতো হানা দেয়
এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা...
বাতাসে গুনগুন
মরণ দেখি আমার
ওগো তোমার ঐ চোখে
পাগল নাও না করে,
এই রাতে আমাকে (×২)
ভালোবাসা আজ বন্য
কোন কথা শোনে না
নিঃশ্বাসে যেন চাতকের
বুক ভাঙা বাসনা
শ্বাপদের মতো হানা দেয়
এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা...
বাতাসে গুনগুন
তৃষ্ণা এত তৃষ্ণা
প্রেমে হয়নি যে আগে
উতল করো আমায়
আজ বন্য সোহাগে (×২)
এ কোথায় ভেসে চলেছি
নিজে আজ জানিনা
চাওয়া পাওয়া যেন কিছুতেই
আজ আর মেটে না
শ্বাপদের মতো হানা দেয়
এ মনের কামনা
নিজেকেই দেখে লাগে আজ
অচেনা, অচেনা, অচেনা...
বাতাসে গুনগুন
Batase gun gun
Esheche fagun
Bujhini tomar
Shudhu chhowai
Eto je agun
O elomelo hoye jay mon
Keno aaj bujhina
Dabanol jeno chhoralo
Par kore simana
Shapoder moto hana deye
E moner kamona
Nijekei dekhe lage aaj
Ochena ochena ochena...
Batase gungun
Moron dekhi amar
Ogo tomar oi chokhe
Pagol nao na kore
Ei raate amake
Valobasa aaj bonnyo
Kono kotha shone na
Niswashe jeno chatoker
Buk bhanga basona