Song: Bedona
Bangla Band: Shunno
Bedona song was performed by Shunno Bangla Band. Bedona Lyrics. Bedona Song Lyrics. Bedona Lyrics Bangla. Bedona Lyrics Shunno Band. Bedona Song Lyrics Shunno Band.
বেদনা গানটি পারফর্ম করেছে বাংলা ব্যান্ড শূন্য। বেদনা গানের লিরিক্স।
তুমি আমার নও তো সুখ
তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো
বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়, আমি
জীবনটাকেই বলতে চাই
হয়তো দু'বাক্য নয়
সে তো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই
তবু কাব্যের ভাষায় বলবো আজ
তুমি বললে আজ দুজনে
নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে
নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি
লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই
তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে
স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তোমার হাসির শ্রাবণ ঢলে
স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তুমি বললে আজ দুজনে
সাতরঙা প্রজাপতি ধরবো
নোনা বালিচরেতে একসাথে
আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধূলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই
তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে
স্বপ্ন নিয়ে ভাসতে চাই
তোমার হাসির শ্রাবণ ঢলে
স্বপ্ন নিয়ে ভাসতে চাই
Tumi amar noyto sukh
Tumi sukher bedona
Sob swopner rong hoynato
Bedonar moto noy ronga
Jiboner sob kotha noy
Ami jibonta kei bolte chai
Hoyto du bakyo noy
Seto valobasar kabyo koy
Ami kobi noi
Tobu kabyer bhasai bolbo aaj
Tumi bolle aaj dujone
Neel ronga brishti te vijbo
Rodela dupure eksathe
Notun surey gaan gaibo
Shesh bikeler chhayay neel
Akasher bukey ami
Laal ronga swopno ankbo
Ami kobi noy
Tobu kabyer bhasai bolbo aaj
Tomar hasir shrabon dhole
Swopno niye bhaste chai