Song: Boba Kanna
Singer, Tune, Lyrics: Samz Vai
Music: Mehdi
Cast: Sujon Habib, Anindita Mimi, Shipu
Label: Agniveena
Boba Kanna song has been sung, tuned & written by Samz Vai. Music composed by Mehdi. Boba Kanna Lyrics. Boba Kanna Song Lyrics. Boba Kanna Song Lyrics Bangla.
বোবা কান্না গানটি হল স্যামজ ভাই এর গাওয়া। সে নিজেই গানটির টিউন তৈরি করেছে ও কথা লিখেছে। বোবা কান্না গানের লিরিক্স।
আমার বদ্ধ ঘর, খোলা বারান্দা
জানালার কাছে মেঘ
কিছু বাতা মিশ্রিত অক্সিজেন আর
বিষন্ন আবেগ
আমার দিন হলে ঘুম
রাত জুড়ে এক বোবা কান্না জারি
এই সিনেমার গাড়ি থেমে যাবে পেলে
একলা থাকার বাড়ি
কে বলে তারে ছাড়া যায় গো বাঁচা
আমি বলি না
এ জগতের সব সুখ দিলেও
তারে ভুলতে পারবো না
আমি ক্লান্ত, সুখ অনুভূতিহীন
বিষন্ন এক যন্ত্র
আমি স্বেচ্ছায় করেছি সুখ বিক্রি,
কারসাজি তার মন্ত্র
আমার তবুও যে তার ছাড়া
এ যন্ত্র চলে না
কে বলে তারে ছাড়া যায় গো বাঁচা
আমি বলি না
এ জগতের সব সুখ দিলেও
তারে ভুলতে পারবো না
ইহা নড়বড়ে এক কঞ্চি বাঁশের মতো
একখানা মন
তাতে শক্ত গোঁড়ায় রুম দিতে ছিল
তাহার প্রয়োজন
যদি খুঁটির ভারে গাছ মরে যায়
বৃথায় সাধনা
তবু কারণ ছাড়াই মরিতে চাই
তারে ছাড়া হবে না
কে বলে তারে ছাড়া যায় গো বাঁচা
আমি বলি না
এ জগতের সব সুখ দিলেও
তারে ভুলতে পারবো না
Amar boddho ghawr, khola baranda
Janalar kachhe megh
Kichhu baata mishrito oxygen
Ar bishonno abeg
Amar din holey ghum
Ar raat jure ek boba kanna jari
Ei cinemar gari themey jabe pele
Ekla thakar bari
Ke bole tare chara jay go bancha
Ami boli na
E jogoter sob sukh dileo
Tare vulte parbo na