Bondhu Chol Lyrics (বন্ধু চল) Anupam Roy | Open Tee Bioscope
Song: Bondhu Chol
Singer: Anupam Roy
Film: Open Tee Bioscope
Music: Shantanu Moitra
Lyricist: Anindya Chatterjee
Music Label: Asha Audio
Bondhu Chol Song is from the movie Open Tee Bioscope. Bondhu Chol Song was sung by Anupam Roy. Music composed by Shantanu Moitra. Lyrics written by Anindya Chatterjee. Bondhu Chol Song Lyrics. Bondhu Chol Lyrics Anupam Roy. Bondhu Chol Roddure Lyrics. Bondhu Chol Lyrics in Bengali Word.
বন্ধু চল গানটি হল "ওপেন টি বায়োস্কোপ" সিনেমার গান। গানটি হল অনুপম রায়ের গাওয়া। সুরকার হলেন শান্তনু মৈত্র। গানটির কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। বন্ধু চল গানের লিরিক্স।
জলছবি, রংমশাল
স্কুল ছুটির হজমিরা
পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি
হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠ জুড়ে
খেলব আজ ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
ফুটকড়াই, এন্টেনা
হাত চিঠি, হাফ প্যাডেল
আয়না আর জলপরীর
গল্প বল
বন্ধু চল
সাপ-লুডো, চিত্রহার
লোডশেডিং, শুকতারা
পাঁচসিকের দুঃখদের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাখা রাংতারা
সাদা-কালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
জলছবি, রংমশাল
স্কুল ছুটির হজমিরা
পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি
হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে, তোর পাশে
Jolchobi rongmoshal
School chhutir hojmira
Paayra der golpo bol
Bondhu chol
Ramdhonu, jhalmuri
Half ticket, abbulish
Bitnoon ar churmurer
Golpo bol
Bondhu chol
Bondhu chol roddure
Mon kemon maath jure
Khelbo aaj oi ghase
Tor team a, tor pashe
Footkorai antenna
Haat chithi, half pedal
Aayna ar jolporir
Golpo bol
Bondhu chol
Saap ludo, chitrahar
Loadshedding, shuktara
Panch siker dukkho der
Golpo bol
Bondhu chol
Bondhu chol ball ta de
Rakhbo haat tor kandhe
Golpera oi ghase
Tor team a, tor pashe
Vara kora cycle race gulo
Chhutche back pass a
Dhowa dhowa noukar chhai gulo
Urchhe ek pashe