Borne Gondhe Chonde Gitite Lyrics (বর্ণে গন্ধে ছন্দে গীতিতে) Debolinaa Nandy | S D Burman
Song: Borne Gondhe
Original Composition: Sachin Dev Burman
Lyricist: Mira Dev Burman
Cover Singer: Debolinaa Nandy
Borne Gondhe Chonde Gitite song was sung & composed by Sachin Dev Burman. Lyrics was written by Mira Dev Burman. Borne Gondhe Song has been covered by Debolinaa Nandy. Borne Gondhe Lyrics. Borne Gondhe Song Lyrics. Borne Gondhe Bangla Lyrics. Borne Gondhe Chonde Lyrics. Borne Gondhe Gitite Lyrics. Bangla Song Borne Gondhe Lyrics.
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানটি অরিজিন্যালি গেয়েছিলেন ও সুর তৈরী করেছিলেন শচীন দেব বর্মন। গানটির কথা লিখেছিলেন মীরা দেব বর্মন। গানটি কভার করেছেন দেবলীনা নন্দী। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে লিরিক্স।
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছ দোলা
রঙেতে রাঙিয়া, রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী, তোমার মদিরা
করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে, উদাসী প্রাণের
লহগো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি
চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারই মাঝে
তোমারও প্রাণের পুলকও প্রবাহ
নিশীথে চাহিয়া মাতে
জপ মোর নাম, গাহ মোর গান
আমারই একতারাতে
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি
Borne gondhe chonde gitite
Hridoye diyecho dola
Rongete rangia rangaile morey
Eki tobo hori khela
Tumi je fagun
Ronger o agun
Tumi je rosero dhara
Tomar madhuri, tomar modira
Kore morey dishahara
Mukta jemon shuktiro bukey
Temoni amatey tumi
Amar porane premer bindu
Tumi shudhu tumi
Premer onole jwali je prodip
Sey diper o sikha tumi
Jonaki pakhay jhiki mikhi nechey
E riti nachale tumi