Ei Meghla Dine Ekla Lyrics (এই মেঘলা দিনে একলা) Anupam Roy | Hemanta Mukhopadhyay
Song: Ei Meghla Dine Ekla
Original Singer: Hemanta Mukhopadhyay
Film: Shesh Porjonto
Music Composer: Hemanta Mukhopadhyay
Lyricist: Gauriprasanna Mazumder
Cast: Biswajeet, Chhabi Biswas, Sulata Chowdhury, Jiben Basu
Cover Singer: Anupam Roy
Ei Meghla Dine Ekla song was sung & composed by Hemanta Mukhopadhyay. Lyrics was written by Gauriprasanna Mazumder. This song is from the movie Shesh Porjonto. Ei Meghla Dine Ekla song has been covered by Anupam Roy. Ei Meghla Dine Ekla Song Lyrics. Ei Meghla Dine Ekla Lyrics By Anupam Roy. Ei Meghla Dine Ekla Song Lyrics Anupam Roy.
এই মেঘলা দিনে একলা গানটি হল শেষ পর্যন্ত সিনেমার গান। গানটি গেয়েছেন ও সুর তৈরি করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার। এই মেঘলা দিনে একলা লিরিক্স।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ
যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা-যাওয়া।
হায় হায়রে, দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হল মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে
তুমি আসবে, ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাব, কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ
Ei Meghla Dine Ekla
Ghore thakena to mon
Kache jabo, kobe pabo
Ogo tomar nimontron
Juthi boney oi hawa
Kore shudhu asa jawa
Haye haire, din jai re
Bhore andhare vubon
Kache jabo, kobe pabo
Ogo tomar nimontron
Shudhu jhore jhoro jhoro
Aaj bari saradin
Aaj jeno meghe meghe
Holo mon je udasin