Kashfuler Shohor Dekha Lyrics (কাশফুলের শহর দেখা) Shironamhin
Song: Kashfuler Shohor Dekha
Singer: Sheikh Ishtiaque
Composer: Kazy Ahmad Shafin
Lyrics: Ziaur Rahman
Band: Shironamhin
Kashfuler Shohor Dekha song is performed by Shironamhin. Music composed by Kazy Ahmad Shafin. Lyrics written by Ziaur Rahman. Kashfuler Shohor Dekha Song Lyrics. Kashfuler Shohor Dekha Song Lyrics Bangla.
কাশফুলের শহর দেখা গানটা হল শিরোনাম ব্যান্ডের গান। কাশফুলের শহর দেখা লিরিক্স।
ভীষণ অভিমানে শুকতারা
একা দিচ্ছে পাহারা
এই ধূলোর ঠিকানায়
বৃথায় কাশফুল উড়ছে হারিয়ে
অকারণেই শহরে
সবকিছুই অচেনা
যখন শহরে, ক্লান্তির চাদরে
অবিরত চলছে বেয়ারা বোঝাপড়া
এই অবসরে, খুব চুপিসারে
স্বপ্নেরা, দিশেহারা, ছুটে যায়, অকারণে হারিয়ে
তবুও বাধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে
এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে
একবার উঠে দাঁড়ালেই, সীমানা পেরিয়ে
আবার যাই ভেসে, মেঘের দেশে বৃষ্টি শেষে
শূন্য দিগন্ত ছাড়িয়ে ভেসে যায় আনমনে
ধূসর শহুরে জীবন রূপকথা
তবে কি চার দেয়ালে, শহুরে স্বপ্ন খেলে?
ভেবে তাই দিশেহারা হয়ে যাই
শহরের কোথায় ঠিকানা?
কোথায় গল্প সত্যি হয়?
স্বপ্ন রঙিন হয়ে রয়?
শত কাশফুল উড়িয়ে সব স্বপ্ন শুভ্র হোক সময়
তবুও বাধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে
এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে
একবার উঠে দাঁড়ালেই, সীমানা পেরিয়ে
আবার যাই ভেসে, মেঘের দেশে বৃষ্টি শেষে
Bhison ovimane shuktara
Eka dichhe pahara
Ei dhulor thikanay
Brithay kashful urchhe hariye
Okaronei shohore
Sobkichui ochena
Jokhon shohore, klantir chadore
Obiroto cholchhe beyara bojhapora
Ei obosore, khub chupisare
Swopnera, dishehara, chhute jay, okarone hariye