Song: Khachar Pakhi
Original Composition, Lyrics: Rabindranath Tagore
Cover Singer: Dev Arijit, Prajna Sil Sharma
Khachar Pakhi song is a Rabindrasangeet, originally sung, composed & written by Rabindranath Tagore. This song has been covered by Dev Arijit & Prajna Sil Sharma. Khachar Pakhi Song Lyrics. Khachar Pakhi is often spelled as Khanchar Pakhi. Khanchar Pakhi Lyrics. Khachar Pakhi Lyrics Bangla.
খাঁচার পাখি গানটি হল একটি রবীন্দ্রসঙ্গীত। এই গানটি কভার করেছেন দেব অরিজিৎ এবং প্রজনা সিল শর্মা দুজনে। খাঁচার পাখি লিরিক্স।
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখি ছিল বনে
একদা কী করিয়া মিলন হল দোঁহে
কী ছিল বিধাতার মনে
বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই
বনেতে যাই দোঁহে মিলে
খাঁচার পাখি বলে, বনের পাখি আয়
খাঁচায় থাকি নিরিবিলে
বনের পাখি বলে, নাআআআ
আমি শিকলে ধরা নাহি দিব
খাঁচার পাখি বলে, হায়
আমি কেমনে বনে বাহিরিব
বনের পাখি বলে, আকাশ ঘন নীল
কোথাও বাধা নাহি তার
খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি
কেমন ঢাকা চারিধার
বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও
মেঘের মাঝে একেবারে
খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে
বাঁধিয়া রাখো আপনারে
বনের পাখি বলে, নাআআআ
সেথা কোথায় উড়িবারে পাই
খাঁচার পাখি বলে, হায়
মেঘে কোথায় বসিবার ঠাঁই
Khachar Pakhi Chhilo sonar khachati te
Boner pakhi chhilo boney
Ekoda ki koria milono holo dohe
Ki chhilo bidhatar mone
Boner pakhi bole, khanchar pakhi bhai
Bonete jay dohe miley
Khachar Pakhi bole, boner pakhi aaye
Khachay thaki niribiley
Boner pakhi bole naaaa
Ami shikole dhora nahi dibo
Khachar pakhi bole haye
Ami kemone bone bahiribo