Manush Bhalo Nei Lyrics
Song: Manush Bhalo Nei
Singer, Composer, Lyricist: Anupam Roy
Rap Lyrics & Vocals: Cizzy
Starring: Anirban Bhattacharyya
Chorus Vocals: Satadal Chatterjee, Saurav Chatterjee, Tushar Debnath
Manush Bhalo Nei song has been sung, composed & written by Anupam Roy. Rap vocal is attributed to Cizzy. He also wrote the lyrics of the Rap vocal. Manush Bhalo Nei Song Lyrics. Manush Bhalo Nei Lyrics Anupam Roy.
মানুষ ভালো নেই গানটি হল অনুপম রায় এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। মানুষ ভালো নেই লিরিক্স।
Manush Bhalo Nei Lyrics in Bengali:
ওষুধের দোকানের সামনে লাইন
মানুষ ভালো নেই
মানুষ ভালো নেই
শরীর, না মন, নাকি দুটোই খারাপ?
আমরা যে কে সেই
মানুষ ভালো নেই
ধাক্কা ধাক্কি, ধস্তাধস্তি, রাস্তা
পাল্লা দিচ্ছি, মুরগি কিনছি সস্তায়
ধাক্কা ধাক্কি, ধস্তাধস্তি, রাস্তা
পাল্লা দিচ্ছি, মুরগি কিনছি সস্তায়
এভাবেই কাটছে দিন
এভাবেই কাটছে মাসের পর মাস
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ
মাড়িয়ে, এগিয়ে যাই
আশা করি দেখা হবে
যেদিন খুব ভিড় বাজারেও,
মনে মনে তুমি একা হবে।
ফিরতি বাসটায় ধস্তাধস্তি
চলে রাতদিন
তাও চায়ের সাথে পাঁউরুটি
স্যাঁকা হবে
খেলা হবে, মেলা হবে আবার
মানুষের সাথে রোজ দেখা হবে আবার
না, কোত্থাও তাড়া নেই যাবার
যখন থাকবে মাথা গোঁজার ঠাঁই, দুমুঠো খাবার
কবে যে আসবে একদিন
কেটে যেতে পারে সব যত্ত স্যাড সিন
ভালো না থাকার
পেয়ে গেলে ভ্যাকসিন
বৃষ্টি নামলে হবো আমি চ্যাপলিন
যাতে ভিজে গেলে, কেউ, কাঁদছি সেটা না বোঝে
কেউ ভালো নেই, হাসার কারণ খোঁজে
সহ্য কাঁহাতক করবো সব মুখ গুঁজে
গরম ভাত থালায় পেয়ে, শান্তিতে বোজে চোখদুটো
সব সয়ে যাই
ভাঙা রাস্তাটা তো ভাঙাই রয়ে যায়
দিবানিশি ওষুধের শিশি, হয়ে যায় শেষ
হয়ে যায় অভ্যেস
বাবা বলতো, চাই সব হাতে কাজ
এখন পার্টি পলিটিক্স মানে কেনাবেচা চলে
আমরা তো ফেঁসে গেছি, ভোট দেওয়া কাজ
আর তার সাথে ইএমআই এর জাঁতাকলে
তাই ভালো নেই কেউ
ডোবার আগে শেষ চেষ্টাকে আদর করে যে ঢেউ
জানে সেও ডুব-সাঁতার
আমি খাটি প্রাণপণ
তাও রোজই তো হারিয়ে যায় খেই
এভাবেই কাটছে যে দিন
তাই দিনের শেষে চারদিকে একঘেঁয়ে সেই
পৃথিবীতে মানুষ ভালো নেই
আজ কেউ ভালো নেই
নতুন মোড়কে বেচা খাড়া বড়ি থোড়
মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই
এত বাজে বকে ওরা সব্বাই বোরড্
এরা লোক ঠকাবেই, মানুষ ভালো নেই
চক্ষুলজ্জা, অস্থিমজ্জা সব শেষ
মিথ্যে বলছে, বিক্রি হচ্ছে এই দেশ
এভাবেই কাটছে দিন
এভাবেই কাটছে মাসের পর মাস
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ
মাড়িয়ে, এগিয়ে যাই