Song: Romantic Lagey
Singer: Habib Wahid
Tune & Music: Adib
Lyricists: Adib & Sup Nasif
Cast: Habib Wahid & Afsana Chowdhury Shifa
Romantic Lagey song has been sung by Habib Wahid. Music & tune composed by Adib. Lyrics written by Adib & Sup Nasif. Romantic Lagey Lyrics. Romantic Lagey Song Lyrics. Romantic Lagey Lyrics Habib Wahid.
রোমান্টিক লাগে গানটি হল হাবিব ওয়াহিদ এর গাওয়া। গানটির সুরকার হলেন আদিব। কথা লিখেছেন আদিব ও নাসিফ। রোমান্টিক লাগে লিরিক্স।
মেঘের জলে ভিজব দুজনা আজ
গানের সুরে পড়বে মেঘে বাজ
নদীর জলে পা ভিজিয়ে কেউ
বসবে পাশে, দেখবে নদীর ঢেউ
আর কত শত ভাবনা আসে
তোর কথা ওঠে শ্বাস প্রশ্বাসে
যন্ত্রণা সব এক নিমিষে
ফুরাবে জড়াবে ভালোবেসে
মন ঘোরে তোর চারিপাশে
তোর চেহারাটা চোখে ভাসে
নীল কালো রং তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোর ডাকে যেন চোখ দুটো জাগে
হারিয়ে যাওয়া তোর অনুরাগে
তোর মাঝে বিচরণ প্রতি রাতে
পারবো না এই ভাগ্য বদলাতে
ওওও...
আর কত শত ভাবনা আসে
তোর কথা ওঠে শ্বাস প্রশ্বাসে
যন্ত্রণা সব এক নিমিষে
পুড়াবে জড়াবে ভালোবেসে
মন ঘোরে তোর চারিপাশে
তোর চেহারাটা চোখে ভাসে
নীল কালো রং তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
Megher jole vijbo dujona aaj
Gaan er surey porbe meghe baaj
Nodir jole paa vijiye keu
Bosbe pashe, dekhbe nodir dheu
Ar koto shoto vabna asey
Tor kawtha othey shash proshashe
Jontrona sob ek nimishe
Furabe jorabe valobese
Mon ghore tor charipashe
Tor chehara ta chokhe bhase
Neel kalo rong tor hridoyer
Sarabe harabe kache
Khub romantic romantic romantic lagey
Tore dekhle
Khub romantic romantic romantic lage
Tore dekhle
Khub romantic romantic romantic lagey