Shudhui Jabar Chesta Poem

Shudhui Jabar Chesta Poem

Poem: Shudhui Jabar Chesta
Writer: Kiran Shankar Sengupta

Shudhui Jabar Chesta Poem was written by the poet Kiran Shankar Sengupta. This is a sad Bengali poem.

Shudhui Jabar Chesta Poem in Bengali:


একদিন আমি তোমার কাছে পৌঁছব বলে আজও বেঁচে আছি।
তুমি কে জানতে পারলাম না এখন পর্যন্ত;
কৈশোরে যে দৃশ্যে সম্মোহিত ছিলাম,
যৌবনে তার রূপ ভিন্ন।
প্রৌঢ়তা আমাকে অবাক করে দিয়ে তাকে করেছে আরো স্বতন্ত্র।

মধ্যজীবনের গাড়ি মাঠের রাস্তার শেষ প্রান্তে ধীরে ধীরে নেমে যাচ্ছে,
নরম হয়ে আসছে বিকেলের রৌদ্র,
কয়েকটি গাছ যেন তাকিয়ে দেখছে
কে যাচ্ছে এমন নির্বিবাদে।
আমার শুধুই যাবার চেষ্টা।

আমার শুধুই যাবার চেষ্টা এক জায়গা থেকে অন্য জায়গায়।
যেখানেই দাঁড়াই মাটি ফেটে যায়,
ছায়া সরে যায়,
ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে গভীর ফাটলের অন্ধকার।
হাওয়ায় যেন কী রকম হা হা ধ্বনি তোলে এক সময়,
আমি তোমার কাছে যাব প্রতিশ্রুত ছিলাম,
এখন শুধুই যাবার চেষ্টা।।
326404665953066090

TRENDING NOW

326404665953066090