Thik Jeno Love Story Song Lyrics

Thik Jeno Love Story Song Lyrics

Serial: Thik Jeno Love Story
Song: Title Track
Singer, Composer: Arindom
Lead Cast: Neel Bhattacharya, Sairity Banerjee
Language: Bengali

Thik Jeno Love Story is the title song from the serial "Thik Jeno Love Story". This song was sung & composed by Arindom. Thik Jeno Love Story Lyrics. Thik Jeno Love Story Title Song Lyrics. Thik Jeno Love Story Serial Song Lyrics. Thik Jeno Love Story Song Lyrics Bangla. This song has been covered by Rupak Tiary.

ঠিক যেন লাভ স্টোরি গানটি হল "ঠিক যেন লাভ স্টোরি" বাংলা সিরিয়ালের। গানটি গেয়েছে অরিন্দম। ঠিক যেন লাভ স্টোরি গানের লিরিক্স।

Thik Jeno Love Story Lyrics in Bengali:


গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আরও
যদি প্রেম উড়ে আসে
বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম
যদি ভালো টালো কেউ বাসে

কী যে ঠিক ভুল
ভেবে ভেবে মশগুল
মন, বুঝে ওঠা দায় তখন

শুধু ছুটে ছুটে যায় খালি
নিজেকে সাজায় দেখো
গোবেচারা পাগলা মন

ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরি
ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরি

গল্পের কোনো কিছু
কাটা ঘায়ে নুন হলে
অভিমানে গাল ভারি

সে বারান্দায় মন
জ্বলে জ্বলে যায় ঘরে
ঘুরে থাকে আলমারি

ইচ্ছের দেশ ঘুরে
ঘুরে একশেষ জানি
রাতগুলো চাইছে কী

যদি এরকমই হয়
যেন এসেছে সময়
কিছু হবেনা হিসেব মাফিক

ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরি
ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরিি

বসে আছি, তোমার পথ চেয়ে
ভালোবাসি, হাজার উজান বেয়ে
কাছে আছি, যেমন আছে ভুল
ভালোবাসায়, হাজার প্রমাণ পেয়ে

ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরি
ঠিক ঠিক ঠিক ঠিক
ঠিক যেন লাভ স্টোরি

Thik Jeno Love Story Lyrics in English Transliteration:


Golper gaaye dana jora lege jay aaro
Jodi prem urey asey
Boyoser naam seto premeri golam
Jodi valo talo keu basey

Ki je thik bhul
Vebe vebe moshgul
Mon, bujhe otha daay tokhon

Shudhu chhute chhute jay khali
Nijeke sajay dekho
Gobechara pagla mon

Thik thik thik thik
Thik jeno love story
326404665953066090

TRENDING NOW

326404665953066090