Tomar Kotha Mone Pore Lyrics (তোমার কথা মনে পড়ে) Aditi Chakraborty
Song: Tomar Kotha Mone Pore
Original Singer: Mrinal Chakraborty
Cover Singer: Aditi Chakraborty
Tomar Kotha Mone Pore song was originally sung by Mrinal Chakraborty. This song has been covered by Aditi Chakraborty. Tomar Kotha Mone Pore Song Lyrics. Tomar Kotha Mone Pore Lyrics Bangla.
তোমার কথা মনে পড়ে গানটি গেয়েছিলেন মৃণাল চক্রবর্তী। গানটি কভার করেছেন অদিতি চক্রবর্তী। তোমার কথা মনে পড়ে গানের লিরিক্স।
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু'চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাইনি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
Keno janina je shudhu tomar kothai mone pore
Tumi janona toh amar chhile koto je aponar
Sey smriti duchokh beye oshru hoye ojhor jhore
Je kotha bolbo tomay chhilo asha
Sey kotha bolte keno paini bhasa
Sey jeno boba hoye roye roye kende morey
Koto je tomay besechilam valo
Se ki aaj bhanga ghawre chander aalo
E hridoy jokhon amar mukhor holo
Se keno kache eshe hariye gelo
Se smriti dhuper moto obiroto akul kore