VIDEO
Akasheo Alpo Neel Lyrics Song: Akasheo Alpo Neel
Film: Kabir
Singer: Arijit Singh
Music: Indraadip Das Gupta
Lyricist: Srijato
Starring: Dev, Rukmini
Akasheo Alpo Neel Song is from the movie Kabir . Akasheo Alpo Neel Song was sung by Arijit Singh . Music composed by Indraadip Das Gupta. Lyrics written by Srijato. Akasheo Alpo Neel Song Lyrics. Akasheo Alpo Neel Lyrics Bangla. Akasheo Olpo Neel Lyrics. Arijit Singh Akasheo Alpo Neel Lyrics.
আকাশেও অল্প নীল গানটি হল কবীর সিনেমার গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি লিখেছেন শ্রীজাত। আকাশেও অল্প নীল লিরিক্স।
Akasheo Alpo Neel Lyrics in Bengali:
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রং মিছিল
ছিলে না যখন
মুঠোভরা মিথ্যে ফোন
ফিরে আসা ডাক পিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন
কতটা রঙিন
তা বুঝেছি তখন
সারাদিন, ঠিকানাহীন
ঘুরে ফিরি, কে বেদুইন
লুকিয়ে ডানার ক্ষত
তুমি নেই, তা ভাবলেই
ব্যথা এসে দাঁড়াবেই
উঁচু মিনারের মতো
শুকনো পাতা কাঁপতো একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
শুকনো পাতা কাঁপতো একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
কেমন ছিলাম, বুঝি এখন
কেমন ছিলাম, বুঝি এখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রং মিছিল
ছিলে না যখন
মুঠোভরা মিথ্যে ফোন
ফিরে আসা ডাক পিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন
কতটা রঙিন
তা বুঝেছি তখন
Akasheo Alpo Neel Lyrics in English Transliteration:
Akasheo Alpo Neel
Vul hoto ontomil
Eka eka rong michhil
Chhile na jokhon
Mutho bhora mithye phone
Phire asa daak peon
Michhi michhi mon kemon
Chhile na jokhon
Valobasa din
Koto ta rongin
Ta bujhechi tokhon
Saradin thikana hin
Ghure phiri ke Beduin
Lukiye danar khhoto
Tumi nei vablei
Byatha eshe darabei
Unchu minar er moto
Shukno paata kanpto eka daale
Gondho khunje dubechi rumale