Bone Jodi Phutlo Kusum Lyrics (বনে যদি ফুটলো কুসুম) Anupam Roy | Rabindra Sangeet
Song: Bone Jodi Phutlo Kusum
Genre: Rabindra Sangeet
Covered by: Anupam Roy
Bone Jodi Phutlo Kusum Song is a Rabindra Sangeet. Bone Jodi Phutlo Kusum Song has been covered by Anupam Roy. Bone Jodi Phutlo Kusum Song Lyrics. Bone Jodi Phutlo Kusum Lyrics Bangla. Bone Jodi Phutlo Kusum Lyrics Anupam Roy. Bone Jodi Phutlo Kusum Song Lyrics By Anupam Roy.
বনে যদি ফুটলো কুসুম গানটি হল একটি রবীন্দ্রসঙ্গীত। গানটি কভার করেছেন অনুপম রায়। বনে যদি ফুটলো কুসুম লিরিক্স।
বনে যদি ফুটলো কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন
নেই কেন সেই পাখি
কোন সুদূরের আকাশ হতে আনব
আনব তারে ডাকি
নেই কেন সেই পাখি নেই কেন
নেই কেন সেই পাখি
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি
নেই কেন সেই পাখি নেই কেন
নেই কেন সেই পাখি
উদাস করা হৃদয় হরা
না জানি কোন ডাকে
সাগর পারের বনের ধারে
কে ভুলালো তাকে
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন
কেন সে দেয় ফাঁকি
নেই কেন সেই পাখি নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটলো কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন
নেই কেন সেই পাখি