Ekhon Onek Raat song is from the movie Hemlock Society. Ekhon Onek Raat song has been sung, composed and written by Anupam Roy. Ekhon Onek Raat Song Lyrics. Ekhon Onek Raat Lyrics Anupam Roy. Ekhon Onek Raat By Anupam Roy Lyrics. Ekhon Onek Raat Lyrics Bengali. Ekhon Onek Raat Song Bangla Lyrics. Ekhon Onek Raat Tomar Kadhe Lyrics. Ekhon Onek Raat Tomar Kadhe Amar Nissas Lyrics.
এখন অনেক রাত গানটি হল হেমলক সোসাইটি সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায়। গানটির সুরকার ও কথাকার হলেন তিনি নিজেই। এখন অনেক রাত লিরিক্স।
Ekhon Onek Raat Lyrics in Bengali:
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায় (×২)
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো, আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ, আমায়
দু'হাত দিয়ে মুছতে দিও প্লিজ
তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো, আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ, আমায়
দু'হাত দিয়ে মুছতে দিও প্লিজ
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায়
Ekhon Onek Raat Lyrics in English Transliteration:
Ekhon Onek Raat
Tomar kadhe amar nissas
Ami benche achi tomar valobasay
Chhuye diley haat
Amar briddho bukey tomar matha
Chepe dhore tolchi kemon neshay
Keno je osonkoche ondho gaaner koli
Pakhar blade er taale sojasuji kotha boli
Ami vabte parini
Tumi buker vetor fatcho amar
Shorir jurey tomar premer bidge
Ami thamte parini
Tomar norom galey dukkho amay
Duhaat diye muchte diyo please
Amarkobita4u.com
We provide Bengali poems & the lyrics of Bengali songs.