Father's Day Bengali Kobita
Father's Day Bengali Poem in Bengali Font:
অনুভূতিগুলো প্রকাশে মানা।
দুটো অক্ষরে সীমাহীন ভালোবাসার জগৎ;
অকিঞ্চিৎ অবান্তর আবদারের, তুমিই তো ঠিকানা।
কতটুকুই বা রেখেছো নিজের জন্য!
গাছগাছালির মতো এ পৃথিবীকে,
শুধু দিয়েই গেছো;
প্রতিদানে পেয়েছো অপমান আর অবহেলা।
মাথা নত করোনি তুমি।
তুমি চিরন্তন।
তুমি আগমনীর সুরে শঙ্খের প্রতিধ্বনি।
শিশিরভেজা ভোরে হিমের পরশ।
উৎফুল্লতার এক প্রতীক তুমি।
বৃদ্ধ হাত যখন খুঁজেছে সন্তান-সন্ততির স্পর্শ,
তখন পাশে পাওনি কাউকে।
হেরে যেতে তুমি শেখোনি;
যতবার বাবা ডাক শুনেছো,
নিজের ঐরসজাত দের ফিরিয়ে দাওনি।
বুকে জড়িয়েছো, আগলে রেখেছো
স্নেহ মমতায় সব ভুল ক্ষমা করে
তোমার মহানুভবতার প্রমাণ দিয়েছো।
এ মানব সংসারে তুমিই মূল বিন্দু।
তোমাকে কেন্দ্র করেই
পরিবারের সুখের বৃত্ত অঙ্কিত হয়।
প্রতিটি পুনর্জন্মে যেন,
তোমাকেই বাবা হিসেবে পাই।