Fathers Day Bengali Kobita

Father's Day Bengali Kobita

Poem: Father's Day Bengali Poem
Written by: Suman Mondal

This Father's Day Bengali Poem has been written by Suman Mondal. Baba ke niye kobita. Father's Day Bengali Quotes. Father's Day Bengali New Poem. Baba Kobita. Father's Day Bengali Status. Father's Day Kobita.

বাবাকে নিয়ে লেখা কবিতা। কবিতাটি লিখেছে সুমন মন্ডল।

Father's Day Bengali Poem in Bengali Font:


যন্ত্রমানব তুমি,
অনুভূতিগুলো প্রকাশে মানা।
দুটো অক্ষরে সীমাহীন ভালোবাসার জগৎ;
অকিঞ্চিৎ অবান্তর আবদারের, তুমিই তো ঠিকানা।

কতটুকুই বা রেখেছো নিজের জন্য!
গাছগাছালির মতো এ পৃথিবীকে,
শুধু দিয়েই গেছো;
প্রতিদানে পেয়েছো অপমান আর অবহেলা।
মাথা নত করোনি তুমি।

তুমি চিরন্তন।
তুমি আগমনীর সুরে শঙ্খের প্রতিধ্বনি।
শিশিরভেজা ভোরে হিমের পরশ।
উৎফুল্লতার এক প্রতীক তুমি।

বৃদ্ধ হাত যখন খুঁজেছে সন্তান-সন্ততির স্পর্শ,
তখন পাশে পাওনি কাউকে।
হেরে যেতে তুমি শেখোনি;
যতবার বাবা ডাক শুনেছো,
নিজের ঐরসজাত দের ফিরিয়ে দাওনি।
বুকে জড়িয়েছো, আগলে রেখেছো
স্নেহ মমতায় সব ভুল ক্ষমা করে
তোমার মহানুভবতার প্রমাণ দিয়েছো।

এ মানব সংসারে তুমিই মূল বিন্দু।
তোমাকে কেন্দ্র করেই
পরিবারের সুখের বৃত্ত অঙ্কিত হয়।
প্রতিটি পুনর্জন্মে যেন,
তোমাকেই বাবা হিসেবে পাই।
326404665953066090

TRENDING NOW

326404665953066090