Koto Kichhu Ghotey Song Lyrics

Koto Kichhu Ghotey Lyrics

Song: Koto Kichhu Ghotey
Vocal & Lyrics: Rupam Islam
Music: Rupam Islam, Allan Ao, Neel Adhikari

Koto Kichhu Ghotey song has been sung & written by Rupam Islam. Music composed by Rupam Islam, Allan Ao & Neel Adhikari. Koto Kichhu Ghotey Song Lyrics. Koto Kichhu Ghotey Lyrics Bangla. Koto Kichu Ghotey Lyrics. Koto Kichu Ghote Lyrics. Koto Kichhu Ghotey Lyrics By Rupam Islam.

কত কিছু ঘটে গানটি হল রূপম ইসলাম এর গাওয়া। সে নিজেই গানটির কথা লিখেছে। কত কিছু ঘটে গানের লিরিক্স।

Koto Kichhu Ghotey Lyrics in Bengali:


নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকলো ভীষণ
এটা কার সংসার
কত নম্বর প্ল্যাটফর্ম (×২)

ছুটি এক্সপ্রেস এসে
তফাতে দাঁড়াল কি
একটু চা দরকার
এত ঘুম কোন রাতে রাখি

শুয়ে শুয়ে
শুঁয়োপোকা হব
না জোনাকির মতো
ছটফটে

না চাইতে জুটে গেছে
অস্বস্তি কিছু
ফোকটে

ও ও ও
ও ও ও..

কত ঘটনার ঘনঘোর
কত রাতের অবৈধ ভোর
সেসব তারিখ টুকে রাখি
তা নিয়ে কত গান লেখা বাকি

কত শতবার্ষিকী ইচ্ছে
ফাঁকতালে আজ দুয়ো দিচ্ছে
ভিত্তিহীন কুচকাওয়াজ
ভিজে বন্দুক ফাঁকা আওয়াজ

সংসার মূলধন, প্রেম সুদ
বিরহ- ঘুম তাড়ানোর ওষুধ
কেন যে স্নেহহীন সত্ত্বাকে
হাতছানি দিয়ে ভূত ডাকে

ও ও ও
ও ও ও..

ভূতের ভাষা কি
পুরোপুরি আষাঢ়ে
নাকি যা রটে-কিছুটা বটে

তদন্ত করে
আর গোয়েন্দা বলো
কী পাবে

নানান ছাঁচের সিনেমার
একই ধাঁচের মহাসঙ্কটে
কাউকে দায়ী করে লাভ নেই
জীবনে
কত কিছু ঘটে

ও ও ও
ও ও ও...
326404665953066090

TRENDING NOW

326404665953066090