Mone Pore Ruby Roy Song Lyrics

Mone Pore Ruby Roy Lyrics

Song: Mone Pore Ruby Roy
Singer: R.D. Burman
Music: R.D. Burman
Lyricist: Sachin Bhowmick
Album: Best Of Rahul Deb Burman

Mone Pore Ruby Roy Song was sung & composed by popular artist Rahul Deb Burman, also known as RD Burman. Lyrics written by Sachin Bhowmick. Mone Pore Ruby Roy Song Lyrics. AI Razu has covered Mone Pore Ruby Roy Song. Mone Pore Ruby Roy Lyrics By Ai Razu. Even Arijit Singh has covered Mone Pore Ruby Roy Song. Mone Pore Ruby Roy Lyrics Arijit Singh. Mone Pore Ruby Roy Full Lyrics. The hindi version song of Mone Pore Ruby Roy is "Meri Bheegi Bheegi Si". Mone Pore Ruby Roy RD Burman Lyrics. Mone Pore Ruby Roy Kobitay Tomake Lyrics.

মনে পড়ে রুবি রায় গানটি হল রাহুল দেব বর্মন এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন। গানটির কথা লিখেছেন শচীন ভৌমিক। মনে পড়ে রুবি রায় গানের হিন্দি ভার্সনটি হল মেরি ভিগি ভিগি সি। এই গানটি বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রিয় আর্টিস্টরা কভার করেছেন। তাদের মধ্যে কিছুজন হলেন অরিজিৎ সিং, এ আই রাজু, রূপঙ্কর বাগচী। মনে পড়ে রুবি রায় লিরিক্স।

Mone Pore Ruby Roy Lyrics in Bengali:


মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি

রোদ জ্বলা দুপুরে
সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নামতে

একটি কিশোর ছেলে
একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি

দীপ জ্বলা সন্ধ্যায়
হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি

ও পাখি সে তো আসেনি
তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি

Mone Pore Ruby Roy Lyrics in English Transliteration:


Mone Pore Ruby Roy
Kobitay tomake
Ekdin koto kore dekechi

Aaj haye Ruby Roy
Deke bolo amake
Tomake kothay jeno dekhechi

Roud Jola dupure
Sur tule nupure
Bus theke tumi jobe namte

Ekti kishor chele
Eka keno dariye
Se kotha ki konodin vabte
326404665953066090

TRENDING NOW

326404665953066090