Takla Song Lyrics

Takla Song Lyrics

Song: Takla
Drama: Stadium
Singers: Sarowar Kainat, G M Ashraf, Subhro Raha
Lyrics: Sarowar Kainat, G M Ashraf
Music: Subhro Raha
Language: Bengali

Takla song is from the Bengali drama "Stadium". Takla song was sung by Sarowar Kainat, G.M. Ashraf & Subhro Raha. Sarowar & Ashraf also wrote the lyrics. Music composed by Subhro Raha. Takla Lyrics. Takla re song lyrics. Takla takla song lyrics. Takla Song Lyrics Bangla.

টাকলা গানটি হল স্টেডিয়াম নাটকের গান। গানটি গেয়েছেন সারোয়ার, আশরাফ ও শুভ্র। গানটির সুরকার হলেন শুভ্র রাহা। টাকলা গানের লিরিক্স।

Takla Lyrics in Bengali:


মেইন রোডে গিয়ে বাসস্টপে
দাঁড়াতেই দেখি, সে যে পাশে
আমায় দেখে মুচকি হাসে
হেল্পার হবো তার মনের বাসে

খালি টান দেবো গাড়ি আমি ভ্রুম ভ্রুম
প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম
ভেজা বৃষ্টিতে দেখি সব ঝুমঝুম
মনে প্রেমের বিট টা বাজে বুম্বা বুম্বা বুম

গরম লাগে আমার দুপুরে
শিহরিত তোমার নূপুরে
ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না

ওওও ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না
এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না

আজ দেখা হল জ্যামের মাঝে
শাড়ি পরা লাল চুড়ি হাতে
দাঁড়িয়ে আমি ঝালমুড়ি হাতে
আঁচলটা ফেসে গেল রিক্সার সাথে

আমার টান দিল রিক্সাটা ভ্রুম ভ্রুম
তোমার চুড়িতে আওয়াজ বাজে ঝুমঝুম
তোমার হাসি দেখে হয়ে গেলাম ঘুম ঘুম
মনে প্রেমের বিট টা বাজে বুম্বা বুম্বা বুম

গরম লাগে আমার দুপুরে
শিহরিত তোমার নূপুরে
ঝাঁপ দিবো আমি প্রেমের পুকুরে
কিন্তু ডুববো না

ওওও ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না
এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না

ভাই আর বাতাসে চুল নড়ে না
স্টেডিয়াম টা ভরে না
ডাক্তার, কবিরাজ কিছু যে কাজ করে না

দিনের পর দিন
মাথা করে চকচক
দামি তেল, শ্যাম্পু লাগে না যে হট সট

লাভ হবেনা কিছু করে
টাকা সব গেল উড়ে উড়ে
চুল নাই তার মাথার ওপরে
শান্তি মেলে না

ওওও ও মেয়ে কাছে আসো না
আমায় ভালোবাসো না
এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না
326404665953066090

TRENDING NOW

326404665953066090