Song: Urey Cholechi
Singers: Habib Wahid & Marusha
Tune & Music: Habib Wahid
Lyricist: Marusha
Urey Cholechi Song has been sung by Habib Wahid & Marusha. Music composed by Habib Wahid. Lyrics written by Marusha. Urey Cholechi Lyrics. Urey Cholechi Song Lyrics. Urey Cholechi Lyrics Bangla. Urey Cholechi Song Lyrics By Habib Wahid.
উড়ে চলেছি গানটি হল হাবিব ওয়াহিদ ও মারুশার গাওয়া। গানটির সুরকার হলেন হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন মারুশা। উড়ে চলেছি লিরিক্স।
মনে যে আঁকা কল্পনা
উড়ে চলবো অজানায়
থমকে আছে পথ চলা
ফেলে রেখে সব যন্ত্রণা
আজ তুমি আমি
অজানা পথের আশায়
কোলাহল পাড়ি দিয়ে
স্বপ্নের ইশারায়
হারিয়ে চলা দূর-দূরান্তে
যদি ভালোবাসো আমায় তুমি
আমি ভেবে নেব আজ
তুমি আমার
এই অচিন শহরে
মিথ্যে মায়া
ফেলে রেখে দু'জন
নতুন আমার ছায়া
আমি উড়ে চলেছি
অজানা প্রান্তে
জীবনে কী আছে
নতুন আলোর ভিড়ে
কাছে এসে তোমায় আজ ছুঁয়ে যাবো
ভালোবাসি এ কথা বুঝে নিও
আমি দাঁড়িয়েছি
ভালোবাসার পথ ধরে
তোমারই তারা হয়ে
জ্বলেছি স্বপ্নে
হারিয়ে চলা দূর-দূরান্তে
যদি ভালোবাসো আমায় তুমি
আমি ভেবে নেব আজ
তুমি আমার
এই অচিন শহরে
মিথ্যে মায়া
ফেলে রেখে দু'জন
নতুন আমার ছায়া
আমি উড়ে চলেছি
অজানা প্রান্তে
জীবনে কী আছে
নতুন আলোর ভিড়ে
Mone je anka kolpona
Urey cholbo ojanay
Thomke ache poth chola
Fele rekhe sob jontrona
Aaj tumi ami
Ojana pother ashay
Kolahal pari diye
Swopner isharay
Hariye chola dur durante
Jodi valobaso amay tumi
Ami vebe nebo aaj
Tumi amar
Ei ochin shohore
Mithye maya
Fele rekhe dujon
Notun amar chhaya
Ami urey cholechi
Ojana prante
Jibone ki ache
Notun aalor vire