Badhahin Moner Golpo Song Lyrics

Badhahin Moner Golpo Lyrics

Song: Badhahin Moner Golpo
Singer: Rodela
Tune & Music: Habib Wahid
Lyricist: Marusha

Badhahin Moner Golpo song has been sung by Rodela. Music composed by Habib Wahid. Lyrics written by Marusha. Badhahin Moner Golpo Song Lyrics. Badhahin Moner Golpo Lyrics Bangla.

বাধাহীন মনের গল্প গানটি হল রোদেলার গাওয়া। গানটির সুরকার হলেন হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন মারুশা। বাধাহীন মনের গল্প লিরিক্স।

Badhahin Moner Golpo Lyrics in Bengali:


সময়ের বাধাতে
থমকে আমি দাঁড়িয়ে
ভাবনারা ঘুরে ঘুরে
ডাকছে যে

চাইছি এই তোমাকে
স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে

বাধাহীন আমার মনের এই গল্প
মন ডানা মেলে হারিয়ে যাব
চেনা অচেনা স্বপ্নে জড়াবো

কখনো, বুঝিনি তুমি এত অচেনা
ফিরে যেতে চাইছি আমি অবেলা
ভুলে কষ্টগুলো মনেতে মাখা

সময়ের বাধাতে
থমকে আমি দাঁড়িয়ে
ভাবনারা ঘুরে ঘুরে
ডাকছে যে

চাইছি এই তোমাকে
স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে

জ্বলেছি গতিহীন
অজানা সব রঙিন
মনগড়া কল্পনা, সব ধিরে ধিরে সারাদিন

থামব আমি অজানায়
পথ চলতে অভিনয়
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরি আমি অতিশয়

কেন আমি বুঝিনা
আবেগী শহরে অচেনা
ফিরে যাওয়া, একাকী মন চলা
ছুঁড়ে ফেলে সব ছলনা

বাধাহীন আমার মনের এই গল্প
মন ডানা মেলে হারিয়ে যাব
চেনা অচেনা স্বপ্নে জড়াবো

কখনো, বুঝিনি তুমি এত অচেনা
ফিরে যেতে চাইছি আমি অবেলা
ভুলে কষ্টগুলো মনেতে মাখা

সময়ের বাধাতে
থমকে আমি দাঁড়িয়ে
ভাবনারা ঘুরে ঘুরে
ডাকছে যে

চাইছি এই তোমাকে
স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে
326404665953066090

TRENDING NOW

326404665953066090