Jokhon Ami Thakbo Nako Lyrics (যখন আমি থাকবো নাকো) Imran Mahmudul
Song: Jokhon Ami Thakbo Nako
Original Singer: Runa Laila
Music & Tune: Subal Das
Lyricist: Masud Karim
Cover Singer: Imran Mahmudul
Jokhon Ami Thakbo Nako Song was sung by Runa Laila. This song has been covered by Imran Mahmudul. Music composed by Subal Das. Lyrics written by Masud Karim. Jokhon Ami Thakbo Nako Song Lyrics. Jokhon Ami Thakbo Nako Lyrics Bangla.
যখন আমি থাকবো নাকো গানটি হল রুনা লায়লার গাওয়া। গানটি কভার করেছেন ইমরান মাহমুদুল। গানটির সুরকার হলেন সুবল দাস। কথা লিখেছেন মাসুদ করিম। যখন আমি থাকবো নাকো লিরিক্স।
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
ও বন্ধু ওগো
আমায় খোঁজো
সুরের আলাপনে
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
বেজে বেজে বাঁশি
থেমে যাবে জানি
ভেঙে যাবে খেলাঘর
ভেঙে যাবে খেলাঘর
ঢেউয়ে ঢেউয়ে নদী
বয়ে যাবে দূরে
পড়ে রবে বালুচর
পড়ে রবে বালুচর
পথহারা পাখি
পথ খুঁজে খুঁজে
পথহারা পাখি
পথ খুঁজে খুঁজে
ক্লান্ত নির্জনে
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
ও বন্ধু ওগো
আমায় খোঁজো
সুরের আলাপনে
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে