Mon Vala Na Re Tor Pirit Vala Na Lyrics (মন ভালা না রে তোর পিরিত ভালা না) Animes Roy
Song: Mon Vala Na Re Tor Pirit Vala Na
Singer: Animes Roy
Lyrics & Tune: Animes Roy
Dubki: Nayon Roy
Mon Vala Na Re Tor Pirit Vala Na song has been sung, tuned & written by Animes Roy. Mon Vala Na Re Tor Pirit Vala Na Song Lyrics. Mon Vala Na Re Tor Pirit Vala Na Lyrics Bangla.
মন ভালা না রে তোর পিরিত ভালা না গানটি গেয়েছেন অনিমেষ রায়। তিনি নিজেই গানটির টিউন তৈরি করেছেন ও কথা লিখেছেন। মন ভালা না রে তোর পিরিত ভালা না লিরিক্স।
মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু
তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুল হারা
মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু
আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন
আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন
ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন
আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন
ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন
এখন ছাইরা গেলি আমারে
বুকে আগুন জ্বালাই রে
এখন ছাইরা গেলি আমারে
বুকে আগুন জ্বালাই রে
একটু কি হয়না রে তোর দয়া
ও তোর মন ভালা না রে তোর
পিরিত ভালা না
এগো মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু
স্বপনে আসিস এখন সুখের ভেলায় ভাসি
স্বপনে আসিস এখন সুখের ভেলায় ভাসি
চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি
স্বপনে আসিস এখন সুখের ভেলায় ভাসি
চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি
আজও বুকের মাঝে স্বপন বাঁধি
দিবা রাতি তোরে ডাকি
বুকের মাঝে স্বপ্ন বাঁধি
দিবা রাতি তোরে ডাকি
চাতকীর মতো থাকি চাইয়া
ও তোর মন ভালা না রে তোর
পিরিত ভালা না
এগো মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু