Niye Jaabo Tokey Song Lyrics (নিয়ে যাব তোকে) Murder In The Hills | Anjan Dutt
Song: Niye Jaabo Tokey
Web Series: Murder In The Hills
Streaming Platform: Hoichoi
Language: Bengali
Singer: Rahul Dutta
Composer & Lyricist: Neel Dutt
Cast: Rajdeep Gupta, Arjun Chakrabarty, Sandipta Sen, Anindita Bose & Others.
Niye Jaabo Tokey Song is from the Bengali web series "Murder In The Hills". Niye Jaabo Tokey Song has been sung by Rahul Dutta. Music composed by Neel Dutt. He also wrote the lyrics. Niye Jaabo Tokey Song Lyrics. Niye Jaabo Tokey Lyrics From Murder In The Hills. Niye Jabo Toke Lyrics. Niye Jaabo Tokey Lyrics Bangla. Niye Jabo Tokey Lyrics. Murder In The Hills Bengali web series will be telecast on Hoichoi platform.
নিয়ে যাব তোকে গানটি হল "মার্ডার ইন দ্য হিলস" নামক বাংলা ওয়েব সিরিজের। গানটি গেয়েছেন রাহুল দত্ত। গানটির সুরকার ও কথাকার হলেন নীল দত্ত। নিয়ে যাব তোকে লিরিক্স।
এখানে একফালি রোদ ঢোকে তোমার ঘরে
কুয়াশাটা জানালায় আটকে পড়ে
পাইন গাছের ফাঁকে সূর্য্যটা উঁকি মেরে বলে
নিয়ে যাব তোকে
হে এএএ হে এএএ হে এএএ
এখানে হাত বাড়ালেই
কোন না কোন বন্ধু জুটে যাবে
এখনো নীল নীল আকাশটা নীল হয়ে যাবে
চাঁদটা যখন উঁকি মারে আকাশে
গাছগুলো পাড়া দেয় ঘুমের দেশে
ব্যাকপ্যাক কাঁধে নিয়ে সূর্যটা অ্যাডভেঞ্চারে
নিয়ে যাবে তোকে
হে এএএ হে এএএ হে এএএ
কত অজানা দ্বীপ, কত অজানা দেশে
তারাগুলো নেমে এসে বসে পাশে
শিস দিয়ে গান গাইতে গাইতে ছায়াপথ ধরে
নিয়ে যাবে তোকে
হে এএএ হে এএএ হে এএএ
Ekhane ekfali roud dhoke tomar ghawre
Kuasha ta janalay aatke pore
Payne gachher fanke surjyo ta unki mere bole
Niye Jaabo Tokey
Hai eeee hai eeee hai eeee
Ekhane haat baralei
Kono na kono bondhu jutey jabe
Ekhono neel neel akashta neel hoye jabe
Chand ta jokhon unki mare akashe
Gachh gulo para daye ghumer deshe
Backpack kandhe niye surjyo ta adventure e
Niye Jaabe Tokey