Poem: Vul Preme Kete Geche
Poet: Taslima Nasrin
Language: Bengali
Vul Preme Kete Geche Poem was written by Taslima Nasrin. It's a sad Bengali Poem. Vul Preme Kete Geche Poem Lyrics. Vul Preme Kete Geche Tirish Bosonto Kobita. Vul Preme Kete Geche Lyrics. Bhul Preme Kete Geche Poem. Vul Preme Kete Geche Kobita.
ভুল প্রেমে কেটে গেছে কবিতাটি হল তসলিমা নাসরিন এর লেখা। এটি একটি দুঃখের কবিতা।
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনও কেমন যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনও আঙুল ছুঁলে
পাথর-শরীর বেয়ে ঝর্নার জল ঝরে।
এখন কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পেছনের সজল ভৈরবী
ভুলে যাই মেঘলা আকাশ, না-ফুরোনো দীর্ঘ রাত।
একবার ডাকলেই
সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে।
একবার ভালোবাসলেই
সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।
ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরও, তবু বোধ হবে না নির্বোধ বালিকার।