Song: Ami Chanchalo Hey
Genre: Rabindra Sangeet
Singer: Jayati Chakraborty
Web Series: REKKA
Platform: Hoichoi
Ami Chanchalo Hey song is a Rabindra Sangeet. This song has been recreated for the web series "Rabindranath Ekhane Kokhono Khete Asenni" (REKKA). Ami Chanchalo Hey Song has been sung by Jayati Chakraborty. Ami Chanchalo Hey Song Lyrics. Ami choncholo hey lyrics. Ami Chanchalo Hey Lyrics Bangla. Ami Chanchal He Lyrics. Ami Chanchal He Lyrics in Bengali. Ami Chanchalo Hey Song Lyrics From Rekka. Ami Chanchal He Lyrics Jayati.
আমি চঞ্চল হে গানটি হল একটি রবীন্দ্রসঙ্গীত। গানটি ব্যবহার করা হয়েছে "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি" ওয়েব সিরিজে। গানটি গেয়েছেন জয়তী চক্রবর্তী। আমি চঞ্চল হে লিরিক্স।
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসী (×৪ বার)
দিন চলে যায়, আমি আনমনে
তারই আশা চেয়ে, থাকি বাতায়নে
ওগো, প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসী
ওগো সুদূর, বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী
মোর ডানা নাই, আছি এক ঠাঁই
সে কথা যে যায় পাশরি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসী
আমি উন্মনা হে
হে সুদূর, আমি উদাসী
রৌদ্র মাখানো অলস বেলায়
তরু মর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি
হে সুদূর, আমি উদাসী
ওগো সুদূর, বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী
কক্ষে আমার রুদ্ধ দুয়ার
সে কথা যে যাই পাশরি
আমি চঞ্চল হে
আমি সুদূরের পিয়াসি...