Song: Apon Bole Vabis Jare
Singer: Ariyoshi Synthia
Composer: Apu Debnath
Lyrics: Just Neel
Starring: Ariyoshi Synthia
Apon Bole Vabis Jare Song has been sung by Ariyoshi Synthia. Music composed by Apu Debnath. Lyrics written by Just Neel. Apon Bole Vabis Jare Lyrics Bangla. Apon Bole Vabis Jare Song Lyrics. Apon Bole Vabis Jare Lyrics Synthia.
আপন বলে ভাবিস যারে গানটি হল আরিয়োশির (উচ্চারণগত ভুল মার্জনীয়) গাওয়া। সুরকার হলেন অপু। কথা লিখেছেন নীল। আপন বলে ভাবিস যারে লিরিক্স।
আপন বলে ভাবিস যারে
সে কি তোর আপন?
খোঁজ নিয়ে দেখ রে পাগল
করছে কী গোপন
মুখোশের আড়ালে সবকিছু মায়াবী
যা কিছু প্রিয় রে তোর, সবই হারাবি
শূন্য হয়ে থাকবে শুধু, তোরই পোড়া মন
অপরাধ বোধে তুই মরবি সারাক্ষণ
কার জন্য কাঁদিস রে তুই, কার জন্য বল
যে কিনা তোর দাম দিলো না, কিসের চোখে জল
কার জন্য কাঁদিস রে তুই, কার জন্য বল
যে কিনা তোর দাম দিলো না, কিসের চোখে জল
মুখোশের আড়ালে সবকিছু মায়াবী
যা কিছু প্রিয় রে তোর, সবই হারাবি
শূন্য হয়ে থাকবে শুধু, তোরই পোড়া মন
অপরাধ বোধে তুই মরবি সারাক্ষণ
দেখ রে মন রং তামাশা, এ কেমন ভালোবাসা
তার সব অপরাধের মাশুল তুই গোন
দেখ রে মন রং তামাশা, এ কেমন ভালোবাসা
তার সব অপরাধের মাশুল তুই গোন
মুখোশের আড়ালে সবকিছু মায়াবী
যা কিছু প্রিয় রে তোর, সবই হারাবি
শূন্য হয়ে থাকবে শুধু, তোরই পোড়া মন
অপরাধ বোধে তুই মরবি সারাক্ষণ
খোঁজ নিয়ে দেখ রে পাগল
করছে কী গোপন
খোঁজ নিয়ে দেখ রে পাগল
করছে কী গোপন
খোঁজ নিয়ে দেখ রে পাগল
করছে কী গোপন
Apon bole vabis jare
Se ki tor apon
Khoj niye dekh re pagol
Korche ki gopon
Mukhosher arale sobkichu mayabi
Ja kichu priyo re tor sobi harabi
Shunno hoye thakbe shudhu tori pora mon
Oporadh bodhe tui morbi sarakkhon
Kar jonno kandis re tui, kar jonno bol
Je kina tor daam dilo na, kiser chokhe jol