Arekbar Song Lyrics

Arekbar Song Lyrics By Shunno

Song: Arekbar
Singer: Emil
Tune & Composition: Shunno
Lyrics: Brishty Dessa, Hasib Firoz
Band: Shunno

Arekbar song has been sung by Emil. Lyrics written by Brishty Dessa & Hasib. Arekbar song has been performed by Shunno band. Arekbar Song Lyrics. Arekbar Song Lyrics Shunno. Arekbar Song Lyrics Bangla.

আরেকবার গানটি পারফর্ম করেছে শূন্য ব্যান্ড। গানটি গেয়েছেন এমিল। কথা লিখেছেন বৃষ্টি ও হাসিব। আরেকবার গানের লিরিক্স।

Arekbar Song Lyrics in Bengali:


আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে

তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে

আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজও আলোর স্বপ্নচারী

সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি

তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে
326404665953066090

TRENDING NOW

326404665953066090