Brishti Jodi Ar Na Thame Aj Lyrics (বৃষ্টি যদি আর না থামে আজ) Habib Wahid
Song: Brishti Jodi Ar Na Thame Aj
Singers: Habib Wahid & Nancy
Tune & Music: Habib Wahid
Lyrics: Ebriad Hasan, Catherine Alo Mardi, Sufian Khan, Shadat Hossain, Mukul Roy, Jahid Hasan Rakib
Brishti Jodi Ar Na Thame Aj song has been sung by Habib Wahid & Nancy. Music composed by Habib Wahid. There is a story as far as choosing the lyrics of this song. The first line of this song was posted on Habib Wahid's social media profile & he asked his fans & followers to write the next part of the lyrics. Lots of people contributed there & later some lucky fans were selected. Their writings got compiled into this final lyrics. Brishti Jodi Ar Na Thame Aj Song Lyrics. Brishti Jodi Ar Na Thame Aj Lyrics Habib Wahid. Brishti Jodi Ar Na Thame Aj Lyrics Bangla.
বৃষ্টি যদি আর না থামে আজ গানটি হল হাবিব ওয়াহিদ ও ন্যানসির গাওয়া। গানটির সুরকার হলেন হাবিব ওয়াহিদ। বৃষ্টি যদি আর না থামে আজ লিরিক্স।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস
(প্রথম স্তবকটি লিখেছেন Ebriad Hasan)
তোমাতে ডুবে থাকে এলোমেলো মন
খুব কাছে পেতে চায় যখন তখন
রিমঝিম সুর তুলে আকাশ বেয়ে
এই বুকে নেমে এসো বৃষ্টি হয়ে
(দ্বিতীয় স্তবকটি লিখেছেন Catherine Alo Mardi)
শূন্য মরুর বুকে ঝেঁপে আসে মেঘ
তোমাকে পেয়ে তা ঝরে নেমে শেষ
একটু দেখা যদি দিতে আবার
ফিরে তবে পেত মেঘ হৃদয়-আমার
(তৃতীয় স্তবকটি লিখেছেন Sufian Khan)
অনুভবে ফোটে ফুল, জানিনা কারণ
তোমাকেই ছুঁতে চায়, শোনে না বারণ
জমে থাকা সব কথা, বলে দেবে মন
কান পেতে শোনো বলে অঝোর শ্রাবণ
(চতুর্থ স্তবকটি লিখেছেন Shadat Hossain)
রংধনু চোখগুলো আকাশ পানে
মেঘেদের যদি কিছু বলার থাকে
খেয়ালী মন যেন তোমায় ভেবে
গোধূলি রঙিন স্বপ্নের জাল বুনে
(পঞ্চম স্তবকটি লিখেছেন Mukul Roy)
সুখ সুখ লাগে আজ তুমি পাশে
বারণ হয়ে যদি প্লাবন আসে
দূরে যেতে দেবো না হৃদয় থেকে
ভালোবাসা ছুঁয়ে দিবো তোমার ঠোঁটে
(শেষ স্তবকটি লিখেছেন Jahid Hasan Rakib)