Jana Gana Mana Lyrics Bengali (জনগণমন অধিনায়ক জয় হে) | Rabindranath Tagore | National Anthem
Song: Jana Gana Mana
Genre: National Anthem
Credit: Rabindranath Tagore
Covered by: Swagatalakshmi Dasgupta
Jana Gana Mana is the national anthem of India. This song was composed & written by the Nobel laureate Rabindranath Tagore. Jana Gana Mana song was first published under the title "Bharat Bhagya Bidhata" in the Tatwabodhini Patrika. The first stanza of this song was adopted as our National Anthem. This song has been covered by Swagatalakshmi Dasgupta. Jana Gana Mana Full Lyrics. Jana Gana Mana Full Lyrics in Bengali. Jana Gana Mana Lyrics in Bengali. Jono Gono Mono Lyrics Bangla. Jono Gono Mono Full Lyrics. Rabindranath Tagore Jana Gana Mana Lyrics in Bengali. Jana Gana Mana Adhinayaka Jaya Hai Lyrics In Bengali. Jana Gana Mana Song Lyrics in Bengali. National Anthem of India in Bengali Lyrics.
জনগণমন গানটি হল ভারতের জাতীয় স্তোত্র। গানটির সুরকার ও লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণমন গানের লিরিক্স। জনগণমন লিরিক্স।
জনগণমন অধিনায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল-জলধি-তরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণ-মঙ্গল-দায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্ধু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি
দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কট-দুঃখ-ত্রাতা।
জনগণ-পথ-পরিচায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
ঘোর-তিমির-ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণ-দুঃখ-ত্রায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে
গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
Jana Gana Mana Adhinayaka Jaya he
Bharata Bhagya Vidhata
Punjaba Sindhu Gujarata Maratha
Dravida Utkala Banga
Vindhya Himachala Yamuna Ganga
Uchchala Jaladhi Taranga
Tava shubha name jage, taba shubha
Asis mage
Gahe tava jaya gatha
Jana gana mangala dayaka jaya he
Bharata Bhagya Vidhata
Jaya he, jaya he, jaya he
Jaya jaya jaya, jaya he