Baare Baare Lyrics

Baare Baare Song Lyrics

Film: Baazi
Song: Baare Baare
Singers: Dev Negi, Nikhita Gandhi
Music: Jeet Gannguli
Lyricist: Pratik Kundu
Starring: Jeet, Mimi Chakraborty

Baare Baare song has been sung by Dev Negi & Nikhita Gandhi. Baare Baare song is from the movie "Baazi". Music composed by Jeet Gannguli. Lyrics written by Pratik Kundu. Baare Baare Lyrics. Baare Baare Lyrics Bangla. Baare Baare Song Lyrics From Baazi.

বারে বারে গানটি হল দেব নেগী ও নিকিতা গান্ধীর গাওয়া। গানটি হল "বাজি" সিনেমার গান। সুরকার হলেন জিৎ গাঙ্গুলি। কথা লিখেছেন প্রতীক কুন্ডু।

Baare Baare Lyrics in Bengali:


তোর দু'চোখ কিছু গল্প বলে যাক
তোর ছোঁয়ায় কিছু স্বপ্ন বেঁচে থাক
তোর দু'চোখ কিছু গল্প বলে যাক
তোর ছোঁয়ায় কিছু স্বপ্ন বেঁচে থাক

নীলচে তারার একলা ঘরে
আজকে আমার সঙ্গে চল
এ মনেতে শুধু তোরই নাম

মিষ্টি করে হাসলে পড়ে
জমলো কত খুশির দল
মুছলো সবই রাগ আর অভিমান

বারে বারে বারে বারে
পড়ছি প্রেমে তোর...ও ও ও
নেশা নেশা নেশা নেশা
কাটছে নারে ঘোর (×২)

রোদেলা আকাশে আদুরে আলো মেখে
নিজেকে হারিয়ে ফেলেছি তোকে দেখে
ভুল বুঝে আমি যে কতটা দূরে ছিলাম
যেই ছুঁলি গোপনে তোর প্রেমে হারিয়ে গেলাম
গল্প কথা আজ অযথা সব তোকে দিতে পারি

বারে বারে বারে বারে
পড়ছি প্রেমে তোর...ও ও ও
নেশা নেশা নেশা নেশা
কাটছে নারে ঘোর (×২)

তোর হাতে হাত রেখে ইচ্ছে ডানা মেলে যায়
মনটা দিনে রাতে তোরই কথা বলে যায়
চুপটি করে আমি তোর বুকে মাথা রেখে
থাকবো রে এইভাবে তোর সাথে দুঃখে সুখে
তোকে ছাড়া দিন কাটে না, পাইনা সুখের ঠিকানা

বারে বারে বারে বারে
পড়ছি প্রেমে তোর...ও ও ও
নেশা নেশা নেশা নেশা
কাটছে নারে ঘোর (×২)
326404665953066090

TRENDING NOW

326404665953066090