Elo Re Dugga Elo Re Song Lyrics

Elo Re Dugga Elo Re Lyrics

Song: Elo Re Dugga Elo Re
Singers: Raj Barman, Madhuraa Bhattacharya
Music Director: Dabbu
Lyricist: Ritam Sen
Starring: John Bhattacharya & Bibriti Chatterjee

Elo Re Dugga Elo Re song has been sung by Raj Barman & Madhuraa Bhattacharya. Music composed by Dabbu. Lyrics written by Ritam Sen. Elo Re Dugga Elo Re Lyrics Bangla. Elo Re Dugga Elo Re Song Lyrics.

এলো রে দুগ্গা এলো রে গানটি রাজ বর্মন ও মধুরা ভট্টাচার্য এর গাওয়া। সুরকার হলেন ডাব্বু। কথা লিখেছেন ঋতম সেন। এলো রে দুগ্গা এলো রে লিরিক্স।

Elo Re Dugga Elo Re Lyrics in Bengali:


এলো বছর ঘুরে
সোনালি এ রোদ্দুরে
বাজা ঘন্টা, কাঁসর, ঢাক

যাস না বেশি দূরে
মায়াবী মেঘের সুরে
কাশবন দিচ্ছে তোকে ডাক

উৎসব ঘরে ঘরে
বুকের ঠিক ভিতরে
আদরে জমেছে তল্লাট

এলো রে দুগ্গা এলো রে
ঢাকের বোলে মা এলো রে

এলো রে দুগ্গা এলো রে
নাচের দোলে মা এলো রে

লুকিয়ে দেখেছি তোকে তো আমি
প্যান্ডেলে প্যান্ডেলে

আঁচলে দুলিয়ে
দিলি কি ভুলিয়ে
অষ্টমীর বিকেলে

যায় না সহজে লুকোনো যেন মনের কথাকলি

বেঁধেছি নোলকে
বেঁধেছি দুচোখে

দিয়েছি অঞ্জলী

আবিরে সিঁদুরে
আজ মন ভালো করে
আদরে জমেছে তল্লাট

এলো রে দুগ্গা এলো রে
ঢাকের বোলে মা এলো রে
326404665953066090

TRENDING NOW

326404665953066090