Song: Mrigonabhi
Vocals, Lyrics & Music: Anupam Roy
Starring: Aishwaria Sen, Pushan Dasgupta
Special Appearance: Surangana Bandyopadhyay
Mrigonabhi Song has been sung, composed & written by Anupam Roy. The meaning of Mrigonabhi in English is "Musk". Mrigonabhi Lyrics. Mrigonabhi Song Lyrics. Mrigonabhi Lyrics Bangla. Mrigonabhi Song Lyrics By Anupam Roy.
মৃগনাভি গানটি হল অনুপম রায় এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। মৃগনাভি লিরিক্স।
তুমি বলেছ সবাইকে, জানতে চাওয়ার আগে
তোমার আমাকে চিরদিন কত মন্দ লাগে।
আমার লেখা গান, কবিতা কী আর এমন বলো?
তোমার ভেতর রাগ, অভিমান কোন সাগরে ঢালো?
অথচ আমার নাম করে
কেন ফুল তোলো, কেন কিছু লেখো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
মিথ্যে কিছু ভুল রটিয়ে কী বা তুমি পেলে?
এক কাপ মন খারাপ ছিটিয়ে দিচ্ছ কার বিকেলে?
তার চেয়ে ভালো এই দুজনে দূরে দূরে থাকি
আমরা সমান নই, মেনে নাও, যে কটা দিন বাকি।
অথচ আমার নাম শুনে
কেন উঠে বসো, কেন ধুলো মোছ রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
অথচ আমার নাম করে
কেন ভালোবাসা কানে কানে ডাকে রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
Tumi bolecho sobai ke, jante chaoar agey
Tomar amake chirodin, koto mondo lage.
Amar lekha gaan, kobita ki ar emon bolo?
Tomar vetor raag, obhiman kon sagore dhalo?
Othocho amar naam kore
Keno ful tolo, keno kichu lekho roj?
Anmone kenpe otha thonthe
Jeno Mrigonabhi surey surey kore khonj.
Biday biday hasi mukhe vese chole jai
Jai, rukkho chule chiruni haray.