Tor Bhul Bhangabo Ki Kore Bol Lyrics (তোর ভুল ভাঙাবো কী করে বল) Jubin Nautiyal | Baazi
Movie: Baazi
Song: Tor Bhul Bhangabo Ki Kore Bol
Singer: Jubin Nautiyal
Music Director: Jeet Gannguli
Lyricist: Pranjol
Starring: Jeet, Mimi Chakraborty
Tor Bhul Bhangabo Ki Kore Bol song has been sung by Jubin Nautiyal. This song is from the Bengali movie "Baazi". Music composed by Jeet Ganguly. Lyrics written by Pranjol. Tor Bhul Bhangabo Ki Kore Bol Song Lyrics. Tor Bhul Bhangabo Ki Kore Bol Lyrics Bangla.
তোর ভুল ভাঙাবো কী করে বল গানটি হল "বাজি" সিনেমার গান। গানটি গেয়েছেন জুবিন। সুরকার হলেন জিৎ গাঙ্গুলি। কথা লিখেছেন প্রাঞ্জল। তোর ভুল ভাঙাবো কী করে বল লিরিক্স।
তোর ভুল ভাঙাবো কী করে বল
কী বলছে শোন চোখেরই জল
অভিমান ভাঙাবো কী করে বল
কোনও বাঁধ মানে না চোখেরই জল
দিব্যি তোকে, তোর ওই চোখে
হারিয়ে যাব এক পলকে
চেয়েছি তোকে সবকিছুতে
যে যাই বলুক অন্য লোকে
আমার প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝায় কেমন করে
কোন লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে
তোর মনেতে আনমনেতে
চলছে কী তা বল
মন ভাঙানি, প্রেম ভাঙিনি
দিব্যি দেবো চল
অভিমানী আমি জানি
তুই যে আমারই
তোকে ভুলে থাকতে দূরে
আমি কী পারি?
অভিমান ভাঙাবো কী করে বল
কোনও বাঁধ মানে না চোখেরই জল
দিব্যি তোকে, তোর ওই চোখে
হারিয়ে যাব এক পলকে
চেয়েছি তোকে সবকিছুতে
যে যাই বলুক অন্য লোকে
আমার প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝায় কেমন করে
কোন লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে
তোর আবেশে স্বপ্ন মেশে
একলা হাওয়াতে
যত দূরে যাস না কেন
পাবি আমাকে
এই চোখে যা গল্প আছে
সব তোকে নিয়ে
কষ্ট যা দিয়েছে তোকে
দেবো ভুলিয়ে
অভিমান ভাঙাবো কী করে বল
কোনও বাঁধ মানে না চোখেরই জল
দিব্যি তোকে, তোর ওই চোখে
হারিয়ে যাব এক পলকে
চেয়েছি তোকে সবকিছুতে
যে যাই বলুক অন্য লোকে
আমার প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝায় কেমন করে
কোন লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে