Behaya Song Lyrics Lagnajita

Behaya Song Lyrics By Lagnajita Chakraborty

Song: Behaya
Film: Ekannoborti
Singer: Lagnajita Chakraborty
Composer: Mainak Mazoomdar
Lyrics: Nilanjan Chakraborty
Starring: Alaknanda, Aparajita, Sauraseni, Ananya, Mainak

Behaya Song is from the movie Ekannoborti. Behaya Song has been sung by Lagnajita Chakraborty. Music composed by Mainak Mazoomdar. Lyrics written by Nilanjan Chakraborty. Behaya Song Lyrics. Behaya Lyrics. Behaya Song Lyrics Bangla. Behaya Song Lyrics From Ekannoborti. Amader golpo gulo song lyrics. Amader golpo gulo olpo somoy lyrics.

বেহায়া গানটি হল একান্নবর্তী সিনেমার গান। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। সুরকার হলেন মৈনাক মজুমদার। কথা লিখেছেন নীলাঞ্জন। বেহায়া গানের লিরিক্স।

Behaya Song Lyrics in Bengali:


আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে (×২)

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে

বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে
একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখব তাতে

আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাব ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙব
নিজেই নেব জুড়ে

জীবনের নতুন বানান
লিখব দুজন আজীবনে
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে 

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে...
326404665953066090

TRENDING NOW

326404665953066090