Bhai Dooj is known by various names across India. Bhai Phota or Bhai Phonta is one of those names. Bhai Phota is celebrated among Bengali Hindus. Bhai Phota Bengali Mantra. Bhai Dooj Mantra in Bengali. Bhai Phonta Mantra in Bengali.
Bhai Phota Date 2024.
2024 সালে 3rd নভেম্বর রবিবার হলো ভাইফোঁটার দিন। দ্বিতীয়া তিথি শুরু হবে ২রা নভেম্বর (বাংলার ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ) শনিবার সন্ধ্যা ৬ টা বেজে ৫৪ মিনিট থেকে এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে ৩রা নভেম্বর (বাংলার ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ) রবিবার রাত্রি ৮ টা বেজে ১৬ মিনিটে।
ভোরের শিশির ভেজা দুর্বা ঘাস, ধান, দই, চন্দন, কলা, পান, সুপুরি এবং আধ ভাঙা নারকেল দিয়ে সাজাবেন কাঁসার থালায়। ভাইফোঁটা দেওয়ার আগে স্নান করে নেবেন অবশ্যই। পারলে উপোস করে থাকবেন। ভাইফোঁটা দেওয়ার আগে জায়গাটি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। বসার আসন এমনভাবে পাতবেন যেন ভাইয়ের মুখটা থাকে পূর্ব দিকে। একটি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে রাখবেন ভাইফোঁটা দেওয়ার আগে। ভাইফোঁটা দেওয়ার আগে আচমন টা মনে মনে উচ্চারণ করে নেবেন। নীচের দেওয়া মন্ত্র টি তিনবার উচ্চারণ করে কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে তিনবার ফোঁটা দেবেন।
আচমন
ওঁ শ্রী গণেশায় নমঃ। ওঁ শ্রী গণেশায় নমঃ। ওঁ শ্রী গণেশায় নমঃ।।
মন্ত্র
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা।
যম দুয়ারে পড়লো কাঁটা।।
যমুনা দেয় যমকে ফোঁটা।
আমি দিই আমার ভাইকে ফোঁটা।।
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল চিরজীবী।
আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী।।