Song: Habibi
Singer: Nusraat Faria
Composers: Adib, Nur Nobi
Lyrics: Nur Nobi
Habibi song has been sung by Nusraat Faria. Music composed by Adib. Lyrics written by Nur Nobi. Habibi Song Lyrics Bangla. Habibi Lyrics Nusraat Faria.
হাবিবি গানটি গেয়েছেন নুসরত ফারিয়া। গানটির সুরকার হলেন আদিব। কথা লিখেছেন নূর নবী। হাবিবি গানের লিরিক্স।
তোমার রূপের জাদু
আমাকে করেছে কাবু
তোমার চোখের ভাষা
মনে জেগেছে নেশা
আমি ভেসেছি ঘূর্ণিপাকে
জ্বলে আগুন এ দুচোখে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম আমি আগে
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?
তুমি হবে আমার মনে হয়
নাহলে নেই যে কোন ভয়
হিসেব সব আজও অজানা
সব ভুলে আমার হয়ে যা না
আমি ভেসেছি ঘূর্ণিপাকে
জ্বলে আগুন এ দুচোখে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম আমি আগে
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?
তুমি পাবে না খুঁজে
কেউ আমারই মতো
যে বোঝাবে তোমায়
ভালোবাসি যে কত
আমি ভেসেছি ঘূর্ণিপাকে
জ্বলে আগুন এ দুচোখে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম আমি আগে
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?
বেবি বেবি
হবি কি আমার হাবিবি?