Kali Puja Pushpanjali Mantra Bengali

Kali Puja Pushpanjali Mantra Bengali

Maa Kali Pushpanjali Mantra in Bengali. Follow all the rituals before chanting these Mantras. Kali Puja Pushpanjali Mantra in Bengali. Maa Kali Pushpanjali Mantra in Bengali. Goddess Kali Puja Mantra in Bengali.

মা কালী পুষ্পাঞ্জলি মন্ত্র এখানে দেওয়া হল। সকল নিয়ম পালন করে মা কালীকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন।

2024 সালে কালী পূজার সময়: অমাবস্যা শুরু হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩ টে বেজে ৯ মিনিটে। অমাবস্যা শেষ হচ্ছে শুক্রবার সন্ধ্যা ৫ টা বেজে ৯ মিনিটে।

Kali Puja Pushpanjali Mantra in Bengali:


আচমন

নমঃ বিষ্ণু। নমঃ বিষ্ণু। নমঃ বিষ্ণু।

বিষ্ণু স্মরণ

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।

পুষ্পাঞ্জলি মন্ত্র

[মন্ত্র ১]

নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মকামপ্রদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্তুতে।।

এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।

[মন্ত্র ২]

নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
উমে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসীদ মে।
ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে।
কালকৃৎ কৌশিকী ত্বং হি কাত্যায়নি নমোহস্তুতে।।

এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।

[মন্ত্র ৩]

নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে।
কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে।
সৃষ্টিস্থিতিবিনাশনং শক্তিভূতে সনাতনী।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোহস্তুতে।।

এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।

প্রণাম মন্ত্র

নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।
326404665953066090

TRENDING NOW

326404665953066090