Ador Song Lyrics (আদর) Lagnajita Chakraborty | Abar Bochhor Koori Pore
Song: Ador
Movie: Abar Bochhor Koori Pore
Singer: Anindya Chatterjee
Reprise version Singer: Lagnajita Chakraborty
Music: Ranajoy Bhattacharjee
Lyrics: Anindya Chatterjee
Starring: Abir, Arpita
Ador song is from the movie Abar Bochhor Koori Pore. Ador song has been sung by Anindya Chatterjee. The reprise version of this song has been sung by Lagnajita Chakraborty. Music composed by Ranajoy Bhattacharjee. Lyrics written by Anindya Chatterjee. Ador Song Lyrics Bangla. Ador Song Lyrics Anindya Chatterjee. Ador Reprise Version Lyrics Lagnajita Chakraborty.
আদর গানটি হল "আবার বছর কুড়ি পরে" সিনেমার গান। গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও লগ্নজিতা চক্রবর্তী। সুরকার হলেন রণজয় ভট্টাচার্য। কথাকার হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আদর লিরিক্স।
যে চোখে রাখলেই চোখ
পাখিরা আলোর মিছিল
বেচারা রোজ মরে যায় চুপিসারে
যে ছুঁলো গোপনীয় তিল
এ বুকে রাখলে চিবুক
মায়াবী নরম পাথর
আদুরী একফালি চুল চুপিসারে
অযথা স্পর্শকাতর
যেখানে ডুব সাঁতারে খুব ছুঁয়েছি অবাক কোরাল
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল
আদর কী নাম দেব তোর
আদর কী নাম দেব তোর
সোনার পাখি, আলতো আঁকি
এই নরম মন পালক
মন পবনের নাও ভাসালো
কৃষ্ণসার হরিণ চোখ
এই ফুলে এই ঘাসে
এই মেঘলা মধুমাসে
যদি আসে, যদি ভাসে
তোমারই জাহাজ
যেখানে ডুব সাঁতারে খুব ছুঁয়েছি অবাক কোরাল
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল
আদর কী নাম দেব তোর
আদর কী নাম দেব তোর
Je chokhe rakhlei chokh
Pakhira aalor michhil
Bechara roj more jay chupisare
Je chhulo goponiyo teel
E bukey rakhle chibuk
Mayabi norom pathor
Adoori ekfali chul chupisare
Ojitha sporsho kator
Jekhane doob santare khub chhuyechhi obak coral
Jekhane moner vetor ghumiye dujon somantoral
Ador ki naam debo tor
Ador ki naam debo tor