Bhalobashar Ochin Pothe Lyrics (ভালোবাসার অচিন পথে) Habib Wahid | Shourin
Song: Bhalobashar Ochin Pothe
Singers: Habib Wahid & Shourin
Tune: Habib Wahid
Lyrics: Ali Baker Zico
Bhalobashar Ochin Pothe Song has been sung by Habib Wahid & Shourin. Music composed by Habib Wahid. Lyrics written by Ali Baker Zico. Bhalobashar Ochin Pothe Lyrics Bangla. Bhalobashar Ochin Pothe Song Lyrics.
ভালোবাসার অচিন পথে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও সৌরিন। গানটির টিউন তৈরি করেছেন হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন আলি বাকের জিকো। ভালোবাসার অচিন পথে লিরিক্স।
কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে
ভালোবাসা সবার মনে
প্রাণ তো আর পায় না
প্রেমিক হয়েও সবাই তো আর
ভালোবাসতে পারে না
কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে
আশার পথে পা বাড়িয়ে
হাত ধরেছি তোমার
আশার পথে পা বাড়িয়ে
হাত ধরেছি তোমার
দুঃখ পেলেও ছেড়োনা গো
এই দুটি হাত আমার
কী করে তোমায়
বলি বুকের বেদনায়
সবকিছুই ছিল যে
আমার সীমানায়
আবারও এলাম নতুন ঠিকানায়
কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে
Ki naame dakibo tomay
Moner kotha bolte
Bhalobashar ochin pothe
Eka chaina cholte
Bhalobasha sobar mone
Pran toh ar paay na
Premik hoyeo sobai toh ar
Bhalobaste pare na
Ki name dakibo tomay
Moner kotha bolte