Je Tore Pagol Bole Lyrics (যে তোরে পাগল বলে) Gora Web Series | Chandril
Song: Je Tore Pagol Bole
Web series: Gora
Singers: Chandril Bhattacharya, Tirtha Bhattacharjee
Music: Binit Ranjan Moitra
Lyrics: Rabindrasangeet, Sahana Dutta
Starring: Ritwik Chakraborty
Je Tore Pagol Bole song is from the web series "Gora". Je Tore Pagol Bole Song has been sung by Chandril Bhattacharya & Tirtha Bhattacharjee. Music composed by Binit Ranjan Moitra. Lyrics written by Rabindranath Tagore & the added part was written by Sahana Dutta. Je Tore Pagol Bole Lyrics Bangla. Je Tore Pagol Bole Lyrics. Je Tore Pagol Bole Song Lyrics From Gora Web Series.
যে তোরে পাগল বলে গানটি হল একটি রবীন্দ্র সংগীত। গানটিকে নতুন রূপে উপস্থাপনা করা হয়েছে "গোরা" ওয়েব সিরিজে। গানটি গেয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য ও তীর্থ ভট্টাচার্য। সুরকার হলেন বিনিত রঞ্জন মৈত্র। যে তোরে পাগল বলে লিরিক্স।
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু পিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
সে এক আজব ক্ষ্যাপা
সে এক আজব ক্ষ্যাপা
ঝাঁকড়া চুলে যা হচ্ছে তা
যেই না হওয়া যাচ্ছে ভুলে
চুলচেরা তার বিশ্লেষণে
প্রমাদ গোনে সকল জনে (×২)
সে আনমনে সত্যিটা কে
মিথ্যে থেকে উপড়ে আনে
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু পিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
সে এক আজব ক্ষ্যাপা
সে এক আজব ক্ষ্যাপা
দেখলে তাকে বেবাক লোকে
পুচ্ছ তুলে ছুটতে থাকে
ভাবছে সবাই কাঁহাতকে
গোয়েন্দাকে ঠেকিয়ে রেখে
প্রাণটি বাঁচাই খতরনাকে
খুনির চেয়েও দিচ্ছে নাকে
দড়ি সবার, ছুটছে সবাই ধরমরিয়ে
ধরফরিয়ে ধরফরিয়ে...
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু