Jhore Jhorjhoro Lyrics From Rudrabinar Obhishaap

Jhore Jhorjhoro Lyrics From Rudrabinar Obhishaap

Song: Jhore Jhorjhoro
Web Series: Rudrabinar Obhishaap
Singer: Shovan Ganguly
Music: Joy Sarkar
Lyrics: Srijato

Jhore Jhorjhoro Song is from the web series Rudrabinar Obhishaap. Jhore Jhorjhoro Song has been sung by Shovan Ganguly. Music composed by Joy Sarkar. Lyrics written by Srijato. Jhore Jhorjhoro Lyrics. Jhore Jhorjhoro Lyrics Rudrabinar Obhishaap. Jhore Jhorjhoro Song Lyrics.

ঝরে ঝরঝরো গানটি হল রুদ্রবীণার অভিশাপ ওয়েব সিরিজের গান। গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলি। সুরকার হলেন জয় সরকার। কথা লিখেছেন শ্রীজাত। ঝরে ঝরঝরো লিরিক্স।

Jhore Jhorjhoro Lyrics in Bengali:


ঝরে ঝরঝরো ধরণীর পরে
ভেজে এই ধরা, দূরে যায় খরা
ভাসে অন্তর [২ বার]

মেঘে জল মাপে, মোহে সন্তাপে
শ্রাবণের মোহনা
বর্ষা জানায়, বিজলী হানায়
একি বিদ্রোহ না? একি বিদ্রোহ না?

ঝরে ঝরঝরো ধরণীর পরে
ভেজে এই ধরা, দূরে যায় খরা
ভাসে অন্তর

ভেজে ঘর, চরাচর
তাকে কি মানবো না?
ভেজে মন, কী কারণ
এখনই জানবো না [২ বার]

শিওরে, দুয়ারে, নদীরও দু'পারে
যেদিকে তাকাই জল
ঘন বরিষণে, নিভৃতে ভীষণে
ছেয়ে গেছে নভোতল

ভুলে ভরসায়, এত বরষায়
যদি ভাঙ্গে বিদ্রোহ না না না না

ঝরে ঝরঝরো ধরণীর পরে
ভেজে এই ধরা, দূরে যায় খরা
ভাসে অন্তর

মেঘে জল মাপে, মোহে সন্তাপে
শ্রাবণের মোহনা
বর্ষা জানায়, বিজলী হানায়
একি বিদ্রোহ না? একি বিদ্রোহ না?

Jhore Jhorjhoro Lyrics in English Transliteration:


Jhore Jhorjhoro dhoronir pore
Veje ei dhora, durey jay khora
Vase ontoro

Meghe jol maape, mohe sontape
Shraboner mohona
Borsha janay, bijoli hanay
Eki bidroho na? Eki bidroho na?

Veje ghawr chora chor
Takey ki manbo na?
Veje mon, ki karon
Ekhono janbo na
326404665953066090

TRENDING NOW

326404665953066090