Taray Taray Lyrics By Arob

Taray Taray Lyrics From Time Up Bengali Web Series

Song: Taray Taray
Web Series: Time Up
Language: Bengali
Singers: Arob Dey & Sumedha Sengupta
Composition & Lyrics: Arob Dey
Starring: Kiran Dutta
Presented By: Confused Picture

Taray Taray song is from the Bengali Web Series "Time Up". Taray Taray song has been sung by Arob Dey and Sumedha. Music composed by Arob. He also wrote the lyrics. Taray Taray Lyrics Bangla From Time Up Web Series. Taray Taray Lyrics Arob. Taray Taray Song Lyrics Kiran Dutta.

তারায় তারায় গানটি হল বাংলা ওয়েব সিরিজ "টাইম আপ" এর গান। গানটি গেয়েছেন আরব দে ও সুমেধা সেনগুপ্ত। সুরকার ও কথাকার হলেন আরব দে। তারায় তারায় গানের লিরিক্স।

Taray Taray Lyrics in Bengali By Arob Dey:


তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না

এ মুখচোরা, গোলাপ তোড়া
দেবে কিভাবে যে তোমায়

বাউন্ডুলে এমন ছেলের
কাছে কেন যে এলে
হাজার বছর আঁধার ছিল
আলো দিয়েছ জ্বেলে

সময় যদি হত নদী
নোঙর যে দিতাম ফেলে

তারায় তারায় দিলাম বলে
তুমি আমার আয়না
পাখির মতন তাকাও চোখে
সে চোখ ভোলা যায় না

হারাই যদি ভিড়ের মাঝে
খুঁজে নিও বুকের কাছে
বন্দী করে যন্ত্রণাকে
তোমায় দিলাম এই ঝিনুকে

তোমায় ছাড়া আর তো কিছুই
চাইনা তোমার থেকে

তোমার আসার খবর বাতাস
নিয়ে আসে যে বয়ে
বলার ছিল কথার পাহাড়
শব্দেরা যায় হারিয়ে

এ মুগ্ধতা যে রূপকথার
মতোই অলীক মনে হয়
326404665953066090

TRENDING NOW

326404665953066090