Poem: Ekla Meyeta (একলা মেয়েটা)
Written By: Suman Mondal
Ekla Meyeta Poem has been written by Suman Mondal. Ekla Meyeta Sad Poem. Ekla Meyeta Kobita. Valentine's Day Bengali Poem 2022. Bengali Sad Poem For Girlfriend.
একলা মেয়েটা কবিতাটা হল সুমন মন্ডলের লেখা। এটা একটি দুঃখের কবিতা।
বারেবারে কত পাতা উল্টেছি;
তোমাকে চেনার উপায় লেখা নেই।
সবুজের নিকেতনে এক ছটাক ধূসর,
সযত্নে তোমার অতীতকে আগলে রেখেছে।
জীবনটাকে যারা সমুদ্র মনে করে,
আমি যদি তাদের মতো হতে পারতাম!!
তবে তোমার মনের নদীতে মিশে
স্বজনহারাদের দুকূল ফিরিয়ে দিতাম।
বসন্তের শেষ অধ্যায়ে
কারচুপি করে ফিরে গেছে ভ্রমরের দল।
ঝরা পাতার মাঝে একলা মেয়েটা;
দুচোখে তার স্বপ্নভঙ্গের আয়না।
আমি ঠিক আকাশের মতোই তার সাথে আছি,
অথচ তাকে ছুঁতে পারবো না!!
দখিন হাওয়ার সিঁড়ি ভেঙে উত্তরে তার ঘর-
মধ্যিখানে মান অভিমান আর স্মৃতিটুকুই সম্বল।
কখনো অশ্রুধারা দেখতে হলে, পাহাড় যেও
জাহাজ তোমার সঙ্গী হবে ওই আকাশে;
তারাদের পাশাপাশি আমায় পাবে ঈশান কোণে।
যদি সব ঠিক হয়ে যায় আগের মতো
গোলাপও আরচোখেতে হিংসে করে তোমায় দেখে
রামধনুদের সাথে নিও বৃষ্টি হলে
ভিজব দুজন একই বাড়ির মাঝ উঠোনে।
একই শরীরের ছোঁয়া নিতে নিতে ক্লান্ত যখন
চাইছো তুমি এ সম্পর্ক থেকে বেরিয়ে যেতে,
পারলে একবার বলে যেও শেষ বারের মতো
তোমার থেকে চলে যাবো অনেক অনেক দূরে
সেখানে কেউ আসবে না আর বিরক্ত করতে
থাকবে তুমি মনের সুখে অন্য জনের সাথে
যে দিনগুলোতে আসবে মনে আমার কথা
আকাশ পানে চেয়ে দেখো গভীর শূন্যতা
খোঁজ নিলে জানতে পারবে আমি আর নেই
হারিয়ে গিয়েছি পৃথিবীর মায়া ছেড়ে অন্য জগতে
সেই একলা মেয়েটা আর একলা নেই
শুধু আমার কাহিনী টা মুছে গেছে তার জীবন থেকে।।