Kotokal Bhalobasa Hoi Na Nijeke Poem
Poem: Kotokal Bhalobasa Hoina Nijeke
Writer: Sadat Hossain
Recitation: Munmun Mukherjee
Kotokal Bhalobasa Hoina Nijeke Poem has been written by Sadat Hossain. This poem has been recited by Munmun Mukherjee. Kotokal Bhalobasa Hoina Nijeke Bengali Poem. Kotokal Bhalobasa Hoi Na Nijeke Kobita.
কতকাল ভালোবাসা হয়না নিজেকে কবিতাটি হল সাদাত হোসাইন এর লেখা। আবৃত্তি পাঠ করেছেন মুনমুন মুখার্জি। কতকাল ভালোবাসা হয়না নিজেকে কবিতা।
Kotokal Bhalobasa Hoina Nijeke Poem in Bengali:
কতকাল ভালোবাসা হয়না নিজেকে।
অথচ যেই মানুষটা উধাও হলো একলা রেখে,
তার জন্য বুকের ভেতর কান্না জমে।
রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়, যন্ত্রণাতে।
ওই যে মানুষ, দুঃখ দিলো, ভাসিয়ে দিলো অথৈ জলে
যার জন্য হৃদয় জানলো,
বিষাদ ছাড়া চোখের কোন ভাষা হয়না।
কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয়না।
তার জন্য তবুও বুক ভাঙলো
গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো
এবার খানিক সময় পেলে গুছিয়ে নেবো।
কান্না এবং হাসিটুকু নিজের থাকবে
নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে
উদাস দুপুর, পদ্ম পুকুর নিমগ্নতায় চুপ থাকবে
ইচ্ছেমতো এই আমাকেই ভালোবাসবো
কতকাল ভালোবাসা হয়না নিজেকে
আর কতকাল, দুঃখ এবং দহন পুষবো ভালোবাসতে?
এবার আমি ভালোবাসবো এই আমাকে।
আর কতকাল, অনুভূতির মৃত্যু হবে,
বুকের কোণার হিমঘরেতে সারিসারি কফিন থাকবে!
এবার তবে অন্ধকারে আলো জ্বলুক,
বলুক হৃদয়- মেঘলা দুচোখ আলোয় ভাসতে
অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি
ভালোবাসতে।।