Song: Shohage Adore
Movie: Bela Shuru
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Starring: Soumitra Chatterjee, Swatilekha Sengupta, Rituparna Sengupta, Kharaj Mukherjee, Aparajita Auddy, Monami Ghosh, Anindya Chatterjee & Others.
Shohage Adore Song is from the movie Bela Shuru. Shohage Adore song has been sung, composed & written by Anupam Roy. Shohage Adore Lyrics. Shohage Adore Song Lyrics Bangla. Sohage Adore Song Lyrics.
সোহাগে আদরে গানটি হল বেলা শুরু সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায়। তিনি নিজেই গানটির সুর তৈরি করেছেন ও কথা লিখেছেন। সোহাগে আদরে লিরিক্স।
সোহাগে আদরে, বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই
স্মৃতির সাগরে, ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই
ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে তোমার অপেক্ষায়
আধখানা ভোরে, আলো-রেখা হয়ে ভালোবেসে যাই
কোলাহলে মাথা তুলে হাঁটি
কানে লেগে থাকে তোমার গলার স্বর
মোলায়েম রুমাল রোদে পরিপাটি
আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর
তোমার জানলায়, কেউ তারা গোনে তোমার অপেক্ষায়
শিশিরের রাতে, ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই
হাওয়া তাকে এনে দিলো ডালপালা
আবছা হয়ে আসছে অহংকার
ভালো লাগে পুতুল পুতুল এই খেলা
এর নাম কেউ রেখেছে সংসার
তাই বারান্দায়, কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়
সোহাগে আদরে, বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই
স্মৃতির সাগরে, ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই
ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে তোমার অপেক্ষায়
আধখানা ভোরে, আলো-রেখা হয়ে ভালোবেসে যাই
হুমম... হুমমম...
Shohage Adore bandha pore ami valobese jay
Smritir sagore dubey giye ami bhalobese jai
Bhromoner sheshe phire esho tumi ager moto
Keu bosey achhe tomar opekkhay
Adhkhana vore aalo rekha hoye valobese jay
Kolahole matha tule hanti
Kane lege thake tomar golar swar
Molayem rumal roude poripati
Amar preme lukiye ishwar
Tomar janlay keu tara gone tomar opekkhay